সাপের বিষের নেশা কেমন? কী হয় মানুষের শরীরে? ড্রাগের থেকে দামি এই জিনিস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Snake Venom: সাপের বিষের নেশা। যেমন দাম, তেমন ভয়ঙ্কর।
advertisement
1/8

বিষাক্ত সাপ। যে সাপ দেখলে সাধারণ মানুষ ভয়ে ছিটকে যায়, সেই সাপের বিষ দিয়ে নেশা করছেন একদল মানুষ। শুনলেই হাড় হিম হয়ে যাচ্ছে তো!
advertisement
2/8
সম্প্রতি বিগ বস বিজয়ী এলভিস যাদবের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার-সহ একাধিক মামলা দায়ের হয়েছে। এই ঘটনা বহু তথ্য সামনে এনেছে। পুলিশ ও বন দফতর সেই সব তথ্য জানতে পেরে রীতিমতো অবাক।
advertisement
3/8
দ্য সানডে গার্ডিয়ান দাবি করেছে, গত কয়েক বছরে নয়ডা, দিল্লি সংলগ্ন বিভিন্ন এলাকায় রেভ পার্টিতে সাপের বিষের চাহিদা থাকে তুঙ্গে। বাজারে ১ মিলি সাপের বিষের দাম ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
advertisement
4/8
যাঁরা সাপের বিষের নেশা করেন তাঁরা সাধারণত দুভাবে সেই বিষাক্ত জিনিস ব্যবহার করেন। পানীয়ের মধ্য়ে কিছুটা বিষ মিশিয়ে নেওয়া হয়। অনেকে আবার সরাসরি সাপের কামড় খান।
advertisement
5/8
এক রিপোর্টে বলা হয়েছে, সাপের বিষ যাঁরা নেন তাঁদের মধ্যে অনেকেই আগে একটি ইঞ্জেকশন নিয়ে নেন। এতে বিষ কিছুটা নরম হয়। তবে এখন সরাসরি সাপের কামড় খেয়ে নেশা করার প্রবণতা বাড়ছে বলেই জানা যাচ্ছে।
advertisement
6/8
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, সাপের বিষ কম পরিমাণে নিলে ৫-৭ ঘণ্টা নেশার প্রভাব থাকে শরীরে। আর বেশি পরিমাণে নিলে একটা ৫-৬ দিন শরীরে নেশার প্রভাব থাকতে পারে।
advertisement
7/8
পানীয়ের সঙ্গে যে সাপের বিষের বড়ি মেশানো হয় সেগুলির দাম ২৫ হাজার টাকা বা তারও বেশি হয়। জানা গিয়েছে, বেশিরভাগ বিষই আসে প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে।
advertisement
8/8
বিষাক্ত কোবরার বিষের নেশা করে বহু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে। তবে অনেকেই দাবি করেছেন, এই নেশা করে তারা শরীরে আলাদা শক্তি ও এনার্জি অনুভব করেছেন।