TRENDING:

Snake Facts: সামনে সাপ...এই ‘ভুল’ করলেই শেষ! দেখতে পেলে কী কী একদম করবেন না...ভুগতে হবে ফল, জানালেন বিশেষজ্ঞ

Last Updated:
এই অবস্থায় হঠাৎ করে যদি কেউ বাড়িতে সাপ দেখতে পান, তাহলে তাঁদের আচমকা ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক৷ কিন্তু, জানতে হবে, ঠিক এমন মুহূর্তেই আপনাকে থাকতে হবে একদম শান্ত৷ ছকে ফেলতে হবে, আগামী কয়েক মিনিটে আপনি পর পর ঠিক কী কী করবেন৷
advertisement
1/8
সামনে সাপ...এই ‘ভুল’ করলেই শেষ! দেখতে পেলে কী কী একদম করবেন না...ভুগতে হবে ফল
বর্ষাকালে বাড়িতে হঠাৎ করে সাপ ঢুকে পড়া অস্বাভাবিক কিছু নয়৷ কারণ এই সময় তাঁদের গর্তে, বা খাঁজেখোঁজে যেখানে সাপেরা থাকে সেখানে জল জমে থাকে৷ তাই বাসস্থান হারিয়ে, একটু গরম কোনও আস্তানার আশায় মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ার প্রবণতা দেখা যায় সাপেদের মধ্যে৷ Generated image
advertisement
2/8
এই অবস্থায় হঠাৎ করে যদি কেউ বাড়িতে সাপ দেখতে পান, তাহলে তাঁদের আচমকা ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক৷ কিন্তু, জানতে হবে, ঠিক এমন মুহূর্তেই আপনাকে থাকতে হবে একদম শান্ত৷ ছকে ফেলতে হবে, আগামী কয়েক মিনিটে আপনি পর পর ঠিক কী কী করবেন৷ Generated image
advertisement
3/8
[caption id="" align="aligncenter" width="1200"] এমন সময়ে, আমরা কী করব তা জানি না এবং অনেক সময়, আতঙ্কিত হয়ে, আমরা এমন কিছু ভুল করে ফেলি যার ফল আমাদের ভোগ করতে হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, রাঁচীর সাপ বিশেষজ্ঞ অনুপম বলেন, ‘‘মানুষের কিছু বিষয় মনে রাখা উচিত। যদি আপনার ঘরে কোনও ঘরে সাপ ঢুকে পড়ে, তাহলে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিন এবং সবচেয়ে বড় কথা, আতঙ্কিত হবেন না। শান্ত থাকুন, চিৎকার করে এবং পালিয়ে কিছুই হবে না।’’ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/8
এই ভুলগুলো একেবারেই করবেন না: অনুপম আরও ব্যাখ্যা করেন যে, ভুল করেও চিৎকার করবেন না, দৌড়বেন না বা জিনিসপত্র ছুড়বেন না, ভাঙবেন না এবং সাপটিকে একেবারেই জ্বালাতন করবেন না। Generated image
advertisement
5/8
[caption id="" align="aligncenter" width="1200"] আপনি লাঠি দিয়ে তাড়াতে চেষ্টা করতে পারেন এবং সাপটা লাঠির চারপাশে নিজেকে জড়িয়ে নেয়, তাহলে লাঠি শুদ্ধু সেটাকে বাইরে নিয়ে যান এবং ফেলে দিন। যদি তা না পারেন, তাহলে ঘরে কেরোসিন তেল বা ফিনাইল ছিটিয়ে দিন। সাপ এই গন্ধ মোটেও পছন্দ করে না এবং তারা গন্ধ শুঁকে পালিয়ে যায়। Generated image</dd> <dd>[/caption]
advertisement
6/8
[caption id="" align="aligncenter" width="1200"] জরুরি ব্যবস্থা সম্পর্কে জানুন: যদি বুঝতে না পারেন, তাহলে একটি বড় কম্বল নিয়ে সাপের উপর চাপিয়ে দিন। এতে সাপটি স্থির থাকবে এবং আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন। তবে কনফিডেন্ট না হলে কিছু ছোড়াছুড়ি না করাই ভাল৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
7/8
[caption id="" align="aligncenter" width="1200"] সাপ ধরার নম্বরটি রাখুন: অনুপম বলেন, যদি আপনার বাড়িতে বাগান থাকে অথবা সাপ প্রায়ই দেখা যায়, তাহলে আপনার ফোনে সাপ ধরার নম্বরটি সংরক্ষণ করুন এবং সাপ ধরার জন্য তাদের ফোন করুন। এটিই সবচেয়ে ভাল উপায়। এছাড়াও, বৃষ্টি আসার আগে, বাড়ির বাইরে কার্বলিক অ্যাসিড স্প্রে করুন। এটিও একটি দুর্দান্ত বিকল্প। Generated image</dd> <dd>[/caption]
advertisement
8/8
[caption id="" align="aligncenter" width="1200"] Disclaimer: এই প্রতিবেদনে থাকা মত বিশেষজ্ঞের ব্যক্তিগত৷ এমন জরুরি অবস্থায় নিজে থেকে কোনও সাপ তাড়ানোর চেষ্টা না করে বিশেষজ্ঞকে ডেকে আনাই উপযুক্ত৷ সেটাই আপনার প্রাথমিক কর্তব্য হওয়া উচিত৷ Generated image</dd> <dd>[/caption]
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake Facts: সামনে সাপ...এই ‘ভুল’ করলেই শেষ! দেখতে পেলে কী কী একদম করবেন না...ভুগতে হবে ফল, জানালেন বিশেষজ্ঞ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল