অনেক সময় ট্রেন ভ্রমণের সময় এমন হয় যে RAC (Reservation Against Cancellation) বার্থে দুজন যাত্রীকে একই সিটে জায়গা দেওয়া হয়। এখন প্রশ্ন হল, যদি সেই দুই যাত্রীর একজন পুরুষ এবং অন্যজন মহিলা হন, তা হলে কী হবে? তখন কি সেই সিটে দুজন অচেনা পুরুষ ও মহিলা যাত্রীকে একসঙ্গে সফর করতে হবে?
advertisement
RAC টিকিটে যাত্রীকে ট্রেনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়, কিন্তু পুরো বার্থ (ঘুমানোর জায়গা) দেওয়া হয় না। এই অবস্থায় একটি বার্থে দুজন যাত্রীকে বসার জায়গা দেওয়া হয়। যদি কোনও টিকিট বাতিল হয়, তা হলে RAC যাত্রীর সিট নিশ্চিত হয়ে যায়। তখন যাত্রীকে হয় সেই সিটেই পুরো বার্থ দেওয়া হয়, নয়তো অন্য কোথাও সম্পূর্ণ বার্থ বরাদ্দ করা হয়।
ভারতীয় রেলের এমন কোনও নিয়ম নেই যেখানে বলা হয়েছে, RAC বার্থ-এ শুধুমাত্র একই লিঙ্গের যাত্রীদেরকেই দেওয়া হবে। ফলে অনেক সময় পুরুষ ও মহিলা যাত্রীকে একই RAC বার্থে বরাদ্দ করা হয়। এমন অবস্থায় দুজনকেই সেই সিট ভাগ করে ভ্রমণ করতে হয়।
আরও পড়ুন- ট্রেনের টয়লেটের ভিতরেই…! দরজা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা কী করছেন যুবক? ভিডিও ফাঁস হতেই
তবে যদি কোনও মহিলা যাত্রী এতে অসুবিধা বা অস্বস্তি অনুভব করেন, তাহলে তিনি TTE (Traveling Ticket Examiner)-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাধারণত TTE সেই মহিলা যাত্রীকে অন্য কোনো মহিলার পাশে স্থানান্তর করে দেন বা কোনো খালি বার্থ থাকলে সেখানে অ্যাডজাস্ট করে দেন।
