Science: এই জিনিসটি কী বলতে পারবেন? জানেন না বিজ্ঞানীরাও! শুনে তাজ্জব হয়ে যাবেন, কীভাবে এল এটা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Science: জ্যামিতির ভাষায় ১২টি তলওয়ালা বস্তুকেই সাধারণত বলা হয় ডোডেকেহিড্রন।
advertisement
1/6

বেশ কিছুদিন আগে ব্রিটিশ যুক্তরাজ্যে প্রত্নতাত্ত্বিক খননের কাজ চালানোর সময় পাওয়া গিয়েছিল একটি রহস্যময় নিদর্শন। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের ধাঁধায় ফেলে দেওয়া রহস্যময় ওই বস্তু ৩৩টি ডোডেকেহিড্রনের একটি।
advertisement
2/6
জ্যামিতির ভাষায় ১২টি তলওয়ালা বস্তুকেই সাধারণত বলা হয় ডোডেকেহিড্রন। ২০২৩ সালে ইংল্যান্ডের লিংকন শহরের অদূরে নর্টন ডিজনিতে খননের সময় রহস্যময় এই বস্তুটির সন্ধান পাওয়া যায়।
advertisement
3/6
যুক্তরাজ্যের মিডল্যান্ডস অঞ্চলে কোনও রোমান ডোডেকেহিড্রনের সন্ধান পাওয়ার ঘটনা সেটাই প্রথম। খননকার্য থেকে পাওয়া বস্তুটি মাত্র প্রায় তিন ইঞ্চি লম্বা ও ২৪৫ গ্রাম ওজনের। তবে এখনো পর্যন্ত এই রকম যে নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে এটি বৃহত্তম বলে মনে করেন গবেষকরা।
advertisement
4/6
এটি প্রায় এক হাজার ৭০০ বছর আগের বলে মনে করা হচ্ছে। কোনও কোনও বিশেষজ্ঞের ধারণা এসব বস্তু খুব সম্ভবত রোমান আচার-অনুষ্ঠান বা ধর্মের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু কোনও রোমান গ্রন্থে এরকম কিছু বস্তুর কোনও উল্লেখ নেই।
advertisement
5/6
ঠিক কী এবং কোন উদ্দেশ্যে এগুলো ব্যবহৃত হয়ে থাকতে পারে, সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের কাছাকাছিও পৌঁছাতে পারেননি গবেষকরা। এর সম্ভাব্য ব্যবহার নিয়ে জল্পনাকল্পনা বিভিন্ন দিকে মোড় নিয়েছে।
advertisement
6/6
কিন্তু জাদুটোনা, আচার-অনুষ্ঠান নাকি ধর্ম, কী ছিল সেই কাজ যা এগুলো দিয়ে সম্পন্ন করা হতো তা হয়তো আমরা ভবিষ্যতে কোনও গবেষণায় আমরা জানতে পারবো
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Science: এই জিনিসটি কী বলতে পারবেন? জানেন না বিজ্ঞানীরাও! শুনে তাজ্জব হয়ে যাবেন, কীভাবে এল এটা?