School Education Corruption in India: স্কুলের স্যারের ১৫ হাজারের টিউশন নিতে অস্বীকার! ৪০ জন ছাত্রকে ফেল করিয়ে দিলেন শিক্ষক! নিজেকে শেষ করার চেষ্টা একজনের...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
School Education Corruption in India: রাজস্থানের সিরোহির একটি সরকারি স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক ৪০ জন ছাত্রকে তার কাছে টিউশন না নেওয়ায় ইচ্ছাকৃতভাবে ফেল করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনা সামনে আসতেই এক ছাত্র আত্মহত্যার চেষ্টা করে, অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। জানুন বিস্তারিত...
advertisement
1/9

শিক্ষকই যদি এমন হন, তাহলে সমাজের অবস্থা আর কেমন হবে? রাজস্থানের এক সরকারি স্কুলে এমনই এক ঘটনা ঘটেছে৷ যা জানলে আপনার রাগ ও লজ্জা দুটোই হবে৷ Representative image
advertisement
2/9
রাজস্থানের সিরোহি জেলার একটি সরকারি স্কুলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নবীন ভবনের এক পদার্থবিদ্যার শিক্ষক রাজেন্দ্র জৈন ইচ্ছাকৃতভাবে ক্লাস ১১-এর ৪০ জন ছাত্রকে ফেল করিয়েছেন, কারণ তারা তাঁর ১৫,০০০ টাকার টিউশন নেয়নি।
advertisement
3/9
ছাত্র ও অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর দিয়ে ছাত্রদের শাস্তি দিয়েছেন৷ বিশেষ করে তাদের, যারা তার বেসরকারি কোচিং নিতে অস্বীকার করেছিল। এর প্রতিবাদে স্কুল চত্বরে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।
advertisement
4/9
তাঁরা অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি তোলেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ফেল করা এক ছাত্র মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে সে আত্মহত্যার চেষ্টা করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
advertisement
5/9
বিক্ষোভরত এক অভিভাবক বলেন, “পরীক্ষার আগেই শিক্ষক তার পরিকল্পনার কথা বলে দিয়েছিলেন সবাইকে৷ এটাই যে, শুধু যারা তাঁর টিউশন নেবে তারাই পাশ করবে পদার্থবিজ্ঞানে। টিউশনের ফিও কম ছিল না৷ সেটা প্রায় ১৫ হাজার টাকা। যারা দিতে পারেনি, তারা সবাই ফেল করেছে।”
advertisement
6/9
পরিবারগুলির দাবি, ফেল করা অনেক ছাত্রই মেধাবী এবং অন্যান্য বিষয়ে ভালো ফল করেছে। “এরা দুর্বল ছাত্র নয়, শুধু টিউশন ফি দিতে পারেনি। এটা কি এখন আমাদের সরকারি স্কুলের চেহারা? সরকারি স্কুলেই যদি এমন হয়, তাহলে নতুন করে আর কী অভিযোগ করব বলুন তো” — প্রশ্ন এক অভিভাবকের।
advertisement
7/9
১০ জুলাই ফল প্রকাশের পরে জানা যায়, পদার্থবিজ্ঞানে একসঙ্গে ৪০ জন ছাত্র ফেল করেছে। এরপরই আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা শতাধিক সংখ্যা স্কুল গেটে জড়ো হন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, শিক্ষক সঠিকভাবে ক্লাস নেননি, কোনও সাহায্য সেশনও করেননি।
advertisement
8/9
পরিস্থিতি সামাল দিতে স্কুলে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত রাজেন্দ্র জৈনের বিরুদ্ধে কোনও লিখিত এফআইআর দায়ের হয়নি, সিরোহি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
advertisement
9/9
অভিভাবকরা অবিলম্বে উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। যদিও জেলা শিক্ষা দপ্তর এখনো কোনও সরকারি বিবৃতি দেয়নি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
School Education Corruption in India: স্কুলের স্যারের ১৫ হাজারের টিউশন নিতে অস্বীকার! ৪০ জন ছাত্রকে ফেল করিয়ে দিলেন শিক্ষক! নিজেকে শেষ করার চেষ্টা একজনের...