TRENDING:

সারদা মা ঠাকুরের তিরোধানের পরে হাতের বালা খুলে ফেলতে চেয়েছিলেন, দিব্যদর্শনে দেখেছেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র বাসাবদল করেছেন

Last Updated:
advertisement
1/7
দিব্যদর্শনে দেখেছেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র বাসাবদল করেছেন
ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধানের পরে উপদেশ ও উৎসাহলাভের আশায় ছুটে আসতেন তাঁর কাছে।
advertisement
2/7
সামান্য গ্রাম্য নারীর জীবনযাপন করলেও মা সারদা তাঁর জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের কাছে মহাশক্তির অবতার রূপে পূজিত হতেন।
advertisement
3/7
কথিত আছে, ১৮৮৬ সালের অগাস্ট মাসে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে বৈধব্যের চিহ্ন হিসেবে হাতের বালা খুলে ফেলতে গেলে তিনি স্বামীর দিব্যদর্শন পেয়েছিলেন।
advertisement
4/7
সেই দর্শনে শ্রীরামকৃষ্ণ তাঁকে বলেন, তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে আর এক ঘরে গিয়েছেন।
advertisement
5/7
সারদা মা বলেছিলেন, যতবারই তিনি বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন, ততবারই দিব্যদর্শনে শ্রীরামকৃষ্ণ তাঁকে নিরস্ত করেছেন ৷
advertisement
6/7
ঠাকুরের তিরোধানের পরে মা তাঁর ভক্তদের নিয়ে উত্তর ভারতে তীর্থে গিয়েছিলেন ৷ সেখানে কাশীর ও বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন তিনি ৷
advertisement
7/7
মা সারদার মাতৃত্বের বড়গুণ, যে তাঁর কাছে আসত সেই কখনও ফেরৎ যায়নি খালি হাতে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সারদা মা ঠাকুরের তিরোধানের পরে হাতের বালা খুলে ফেলতে চেয়েছিলেন, দিব্যদর্শনে দেখেছেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র বাসাবদল করেছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল