TRENDING:

ফুলশয্যার রাতে ১০ প্রশ্ন নতুন বউয়ের ঘুম কাড়বে! ৮ নম্বরটি ভুলেও 'মিস' নয়! অবশ্যই জানুন উত্তর

Last Updated:
জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় প্রেম আর বিয়ে। সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া যেমন দুরূহ তেমনই তাঁকে নিয়ে নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
1/13
ফুলশয্যার রাতে ১০ প্রশ্ন নতুন বউয়ের ঘুম কাড়বে! ৮ নম্বরটি ভুলেও 'মিস' নয়!
জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় প্রেম আর বিয়ে। সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া যেমন দুরূহ তেমনই তাঁকে নিয়ে নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/13
জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় প্রেম আর বিয়ে। সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া যেমন দুরূহ তেমনই তাঁকে নিয়ে নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
3/13
আর তাই প্রেমের বিয়ে হোক বা পারিবারিক, বিয়ের আগে নিজের হবু স্বামীকে কিছু প্রশ্ন অবশ্যই করা উচিত। বাসর রাতে অথবা বিয়ের আগে হবু স্বামীকে যে ১০টি প্রশ্ন অবশ্যই করবেন, চলুন এবার তাহলে জেনে নিই সেগুলি ঠিক কী কী-
advertisement
4/13
১) তুমি আমাকে কেন ভালোবাসো? এই প্রশ্নটা বলতে গেলে কেউই করেন না। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। কেন ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয়- ‘তুমি অনেক সুন্দর’… তাহলে দ্বিতীয়বার ভাবুন। একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সাথে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও কিন্তু ফুরিয়ে যাবে।
advertisement
5/13
২) তুমি আমার সঙ্গে গোটা পুরো জীবনটা কাটাতে চাও কেন? এই প্রশ্ন সঙ্গিনীকে করার পাশাপাশি নিজেকেও প্রশ্ন করুন- আপনি তার সঙ্গে আগামীদিনে পুরো জীবন কাটাতে চান কেন? এবং তারপর মিলিয়ে দেখুন পরস্পরের জবাব। মানসিকতা মিলছে কি-না?
advertisement
6/13
৩) সন্তানের বিষয়ে তোমার ভাবনা কী? তিনি সন্তান সম্পর্কে কী ভাবেন, ভালোবাসার ফসল নাকি বংশ বৃদ্ধির হাতিয়ার? তাহার আজকাল সন্তান না হওয়াটাও খুব সাধারণ ব্যাপার। যদি সন্তান না হয় আপনাদের কোন কারণে, যদি কারণ অক্ষমতা থাকে, সেক্ষেত্রে তার মনোভাব কী হবে সেটা জেনে রাখা অত্যন্ত জরুরি।
advertisement
7/13
৪) তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কী? এই ব্যাপারটাও জেনে রাখাটা খুব বেশি জরুরি। তাহলে আপনি জানতে পারবেন কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেন আর কোথায় কখনো আপনার উচিত হবে না হস্তক্ষেপ করা।
advertisement
8/13
৫) একটা সময় সবই পাল্টাবে। 'একদিন আমি এমন থাকব না দেখতে, তখন কী হবে?' বয়সের ছাপ সবার চেহারাতেই পড়ে। এবং মেয়েদের ক্ষেত্রে অনেকটা আগে পড়ে। এই প্রশ্নের সৎ উত্তর পাবেন কি-না জানা নেই, তবে প্রশ্নটা অবশ্যই করুন।
advertisement
9/13
৬) যদি কখনও আমার গুরুতর অসুখ হয় তখন তুমি কী করবে? এই প্রশ্নের জবাব আপনাকে সাহায্য করবে তাকে আরও ভালোভাবে বুঝতে। কোন ভুল ধারণা থাকবে না মনে।
advertisement
10/13
৭) তুমি কি ওয়াদা করতে পারো যে দাম্পত্যে প্রতারণা করবে না? এই ওয়াদা কেউ রক্ষা করতে পারবে কি পারবে না, সেটা ভবিষ্যতই বলে দেবে। কিন্তু কেউ যদি জীবনের শুরুতেই এই ওয়াদা করতে গড়িমসি করেন, বাকিটা আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন।
advertisement
11/13
৮) জীবনের চড়াই উৎরাইতে আমি কোনও ভুল করে ফেললেও কি পাশে থাকবে? পুরো পৃথিবী যদি কখনও বিপক্ষে চলে যায়, একজন মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ও ভালোবেসে পাশে থাকবে আপনার, পৃথিবীতে এর চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। এর চাইতে বেশি নিরাপদও না।
advertisement
12/13
৯) বিয়ের পরও কি আমরা নিজ নিজ স্বপ্ন ও উদ্দেশ্য পূরণের জন্য কাজ করতে পারব? বিয়ে মানেই জীবন ফুরিয়ে যাওয়া নয়। বিয়ে মানে নতুন একটি অধ্যায়ের শুরু। একটাই জীবন, সকলেরই আজন্ম লালিত কিছু স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলোর কী হবে সেটা আগেই জেনে রাখা ভালো।
advertisement
13/13
১০) আমাদের দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে তুমি কী ভেবেছো? দাম্পত্য মানে একটা নতুন অধ্যায়। আর জীবনের এই অধ্যায়ে চাই প্রচুর পরিকল্পনা। কোনও অগ্রিম পরিকল্পনা ছাড়া দাম্পত্য কখনই সফল হতে পারে না। আপনারও নিশ্চয়ই কিছু প্ল্যান আছে? তাহলে আগেই জেনে রাখুন হবু স্বামীর পরিকল্পনা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ফুলশয্যার রাতে ১০ প্রশ্ন নতুন বউয়ের ঘুম কাড়বে! ৮ নম্বরটি ভুলেও 'মিস' নয়! অবশ্যই জানুন উত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল