Rath Yatra 2022: রাত পোহালেই রথযাত্রা, জেনে নিন এই পার্বণের রীতি ও কখন শুরু হচ্ছে পুণ্যতিথি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rath Yatra 2022: রীতি ও ঐতিহ্য মেনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা পুরীতে মূল মন্দির ছেড়ে যাবেন গুন্ডিচা মন্দিরে ৷
advertisement
1/5

পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথদেবের রথযাত্রা ৷ এ বছর ৩০ জুন বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৯ মিনিটে শুরু হবে দ্বিতীয়া৷ থাকবে ১ জুলাই দুপুর ১টা ৯ মিনিট অবধি৷
advertisement
2/5
শুক্রবার সূর্যোদয়ের সময় দ্বিতীয়া তিথি থাকবে বলে সেদিনই পালিত হবে এই পুণ্য পার্বণ৷ রীতি ও ঐতিহ্য মেনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা পুরীতে মূল মন্দির ছেড়ে যাবেন গুন্ডিচা মন্দিরে ৷
advertisement
3/5
মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব ৩ কিমি৷ সেখানে ৮ দিন কাটানোর পর ফের মূল মন্দিরে ফিরবেন তিন দেবদেবী ৷ উল্টোরথকে শ্রীক্ষেত্রে বলা হয় বহুড়া যাত্রা ৷ আষাঢ় মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে পালিত হয় এই যাত্রা৷
advertisement
4/5
রথযাত্রার আগে গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হয়৷ জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ৷ বলভদ্রের রথ হল তালধ্বজ এবং দেবী সুভদ্রা আরোহণ করেন দর্পদলনে৷
advertisement
5/5
পুরীর রাজার উপাধি ‘গজপতি’৷ তিনি জগন্নাথদেবের প্রথম সেবায়েত ৷ তিনি স্বর্ণ সন্মার্জনী বা সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন রথযাত্রার পথ৷ এর পর গুন্ডিচা মন্দিরের দিকে রওনা দেয় নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Rath Yatra 2022: রাত পোহালেই রথযাত্রা, জেনে নিন এই পার্বণের রীতি ও কখন শুরু হচ্ছে পুণ্যতিথি