Railway Knowledge: এই ট্রেনকে পথ করে দিতে থামতে হয় রাজধানী আর শতাব্দীকেও! দেখে নিন উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত ট্রেনগুলির তালিকা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Highest Priority Trains of Indian Railways: অনেক সময় দেখা যায় যে, অন্যান্য ট্রেন থামিয়ে কয়েকটি ট্রেনকে আগে যাওয়ার অনুমতি দেওয়া হয়ে থাকে। কিন্তু কেন এমন হয়। আসলে যে ট্রেনটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেই ট্রেনটি আসলে টপ ক্যাটাগরির বা উচ্চ শ্রেণীর ট্রেন।
advertisement
1/9

ভারতের মতো দেশে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সবথেকে ভাল মাধ্যম হল ট্রেন। বেশির ভাগ মানুষই রেলপথে যাতায়াত করে থাকে। আমাদের দেশে নানা ধরনের ট্রেন রয়েছে। অনেক সময় দেখা যায় যে, অন্যান্য ট্রেন থামিয়ে কয়েকটি ট্রেনকে আগে যাওয়ার অনুমতি দেওয়া হয়ে থাকে। কিন্তু কেন এমন হয়। আসলে যে ট্রেনটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেই ট্রেনটি আসলে টপ ক্যাটাগরির বা উচ্চ শ্রেণীর ট্রেন।
advertisement
2/9
বর্তমানে এই তালিকায় রয়েছে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি। আর সেই তালিকায় নতুন ভাবে নাম লিখিয়েছে বন্দে ভারতও। তবে সবথেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হয় রাজধানী এক্সপ্রেসকে। সাধারণ ভাবে দেখা যায় যে, রাজধানীর যাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়। তবে বিশেষ পরিস্থিতিতে চালানো ট্রেন পাস করার জন্যই শুধুমাত্র রাজধানীকে থামানো হয়। তাহলে দেখে নেওয়া যাক, ভারতীয় রেলওয়েতে বিভিন্ন ট্রেনের অগ্রাধিকারের ক্রম।
advertisement
3/9
দুর্ঘটনা ত্রাণ চিকিৎসা সরঞ্জাম বা অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল ইক্যুইপমেন্ট (ARME) ট্রেন সাধারণত দুর্ঘটনার সময় দুর্ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই ট্রেনটিকে অন্য সব ট্রেনের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়। এর আগে যদি রাজধানী অথবা শতাব্দী এক্সপ্রেসও থাকে, তাহলে সেগুলিকে থামিয়ে এই ট্রেনকে যাওয়ার পথ করে দেওয়া হয়। সেই কারণে এটি ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকারের ট্রেন।
advertisement
4/9
ভারতের রাষ্ট্রপতির ব্যবহৃত ট্রেনটিও উচ্চ অগ্রাধিকার পায়। এর আগে চলমান সমস্ত ট্রেন থামিয়ে একে পথ দেওয়াটাই নিয়ম। কিন্তু ইদানীং কালে দেখা যায় যে, দেশের রাষ্ট্রপতি এখন রেলপথের চেয়ে আকাশপথেই বেশি ভ্রমণ করেন। যার ফলে বর্তমানে এর কার্যক্রম প্রায় অস্তিত্বহীনই হয়ে পড়ছে।
advertisement
5/9
তবে সাধারণ দিনে চলা ট্রেনগুলির মধ্যে উচ্চ অগ্রাধিকার পায় রাজধানী এক্সপ্রেসই। এর আগে চলমান সমস্ত ট্রেন থামিয়ে রাজধানীকে পথ দেওয়ার নিয়ম রয়েছে ভারতীয় রেলে। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো তো বটেই, সেই সঙ্গে বিলাসবহুল সুযোগ-সুবিধার জন্যও সুপরিচিত রাজধানী।
advertisement
6/9
রাজধানীর পরেই রয়েছে শতাব্দী এক্সপ্রেস। সুপারফাস্ট ট্রেনের তালিকায় অগ্রগণ্য এই ট্রেনটিও উচ্চ অগ্রাধিকার পায়। আর সবথেকে বড় কথা হল, দিনের দিনই গন্তব্যে পৌঁছে দেয় এই ট্রেন।
advertisement
7/9
দুরন্ত এক্সপ্রেস একটি দূরপাল্লার ভ্রমণ ট্রেন। ২০০৯ সালে এটি চালু হয়েছিল। রাজধানী এবং শতাব্দীর পাশাপাশি দুরন্ত এক্সপ্রেসকেও পথ করে দিতে হয়।
advertisement
8/9
তেজস এক্সপ্রেস হল সেমি-হাই স্পিড বিশিষ্ট পুরোপুরি ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত একটি ট্রেন। রাজধানী, শতাব্দী এবং দুরন্তের পরেই পছন্দের ক্রম অনুসারে জায়গা করে নিয়েছে এটি।
advertisement
9/9
২০০৫ সালে চালু হয়েছিল গরিব রথ এক্সপ্রেস। এটি একটি সম্পূর্ণ এসি ট্রেন। কম টাকায় যাত্রীরা যাতে উন্নত সুবিধা পান, তার জন্যই চালু করা হয়েছিল এই ট্রেনটি। অগ্রাধিকারের নিরিখে সাত নম্বরে রয়েছে গরিব রথ এক্সপ্রেস।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Railway Knowledge: এই ট্রেনকে পথ করে দিতে থামতে হয় রাজধানী আর শতাব্দীকেও! দেখে নিন উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত ট্রেনগুলির তালিকা