TRENDING:

এই পাথর টাকা টানে চুম্বকের মতো! ৫০০ টাকা খরচ, ঋণের বোঝা নামবে কাঁধ থেকে

Last Updated:
Pyrite Stone: টাকার টানাটানি মিটিয়ে দেয় এই পাথর! মুক্তি দেয় ধার-দেনা থেকে।
advertisement
1/7
এই পাথর টাকা টানে চুম্বকের মতো! ৫০০ টাকা খরচ, ঋণের বোঝা নামবে কাঁধ থেকে
কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অনেকেরই পাথরে বিশ্বাস আছে। বহু মানুষ দাবি করেন, পাথর বা রত্ন ধারণের পর তাঁদের জীবনে অনেক ভাল ভাল পরিবর্তন হয়েছে। আজ আমরা আপনাদের সেরকমই এক আশ্চর্য পাথরের কথা বলব।
advertisement
2/7
পান্না, পোখরাজ, নীলার মতো রত্ন ধারণ করে অনেকের উপকার হয়েছে। তবে এই সমস্ত পাথর বেশ দামি। কখনও হাজার বা কখনও লাখে দাম হয় আসল রত্নের। অনেকেরই সাধ্য থাকে না সেসব পাথর ধারণের।
advertisement
3/7
আজ আমরা আপনাদের বলব পাইরাইট পাথরের ব্যাপারে। এই পাথর আপনি ৫০০ টাকা খরচ করেও পেতে পারেন। অনেকে দাবি করেন, এই পাথর তাঁদের জীবনে সৌভাগ্য বয়ে এনেছে।
advertisement
4/7
মাত্র ৫০০ টাকা খরচ করে আপনি পাইরাইট পাথরের ব্রেসলেট পেতে পারেন। পাথর বা রত্ন বিশারদরা বলছেন, এই পাথর ধারণে রাশির বিচার করার দরকার নেই। অর্থাৎ যে কেউ পরতে পারেন এটি।
advertisement
5/7
জ্যোতিষশাস্ত্র বলছে, সোনালী রঙের পাইরাইট পাথর ঋণ থেকে মুক্তি দিতে পারে। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে মানতে হবে।
advertisement
6/7
ঋণ থেকে মুক্তির জন্য সোনালী পাইরাইট পাথর আপনাকে বাড়িতে এনে এমন জায়গায় রাখতে হবে, যেখানে কেউ দেখতে পাবে না। তা হলেই কাজ হবে।
advertisement
7/7
News18 বাংলা কোনওরকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমরা আশা করব, পাঠকরা নিজের দায়িত্বে এই প্রতিবেদনটি পড়বেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এই পাথর টাকা টানে চুম্বকের মতো! ৫০০ টাকা খরচ, ঋণের বোঝা নামবে কাঁধ থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল