TRENDING:

Bollywood Gossip: ‘আমি তোমার প্যান্টি দেখতে চাই’,প্রিয়াঙ্কা চোপড়াকে বলেছিলেন জনপ্রিয় পরিচালক... তারপরেই...

Last Updated:
মাত্র ১৮ থেকে ১৯ বছর বয়সেই এই ঘটনার সম্মুখীন হয়ে কার্যত ভেঙেই পড়েছিলেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, “আমি সে রাতে বাড়ি ফিরে গিয়েছিলাম। বলেছিলাম, ‘মা আমি ওর মুখ দেখতে পারব না। যদি ও আমার বিষয়ে এটা ভাবে, কিংবা যদি ভাবে আমি কতটা ছোট, তাহলে উন্নতির তো কোনও জায়গাই থাকবে না’। সেই কারণে ওই ছবি থেকে বেরিয়ে এসেছিলাম আমি।
advertisement
1/7
‘আমি তোমার প্যান্টি দেখতে চাই’,প্রিয়াঙ্কা চোপড়াকে বলেছিলেন জনপ্রিয় পরিচালক... তারপরেই...
বলিউড এমনকী হলিউডেও তাঁর অবাধ বিচরণ। বলা ভাল, এই মুহূর্তের গ্লোবাল স্টার তিনি। কথা হচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়ার। তবে নিজের অভিনয় কেরিয়ারের এক বিশ্রী ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিনি।
advertisement
2/7
ফোর্বস পাওয়ার উইমেন্স সামিট-এর সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা একটি ভয়ঙ্কর অপ্রীতিকর ঘটনার স্মৃতিচারণ করেছেন। জানালেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে মাত্র ১৯ বছর বয়সেই দুর্ভাগ্যবশত এক অমানবিক অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে তাঁকে।
advertisement
3/7
‘সিটাডেল’ অভিনেত্রী জানালেন, এক ছবির শ্যুটিংয়ে এক পরিচালকের সঙ্গে তাঁর অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল। প্রিয়াঙ্কার কথায়, “আমি ওই পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। আর আমি বলেছিলাম যে, আপনি কি আমার স্টাইলিস্টের সঙ্গে কথা বলবেন। তাহলে তাঁকে জামাকাপড় এবং অন্যান্য বিষয়গুলি বুঝিয়ে দিন। আমি শুধুমাত্র ওঁর পাশেই দাঁড়িয়েছিলাম।”
advertisement
4/7
জবাবে পরিচালকের মন্তব্যের স্মৃতিচারণ করে প্রিয়াঙ্কা বলে চলেন যে, “উনি ফোন তুলে বলতে থাকেন, ‘শোনো, ও যখন ওর প্যান্টি দেখাবে, তখনই মানুষ ওর ছবি দেখতে চাইবে। তাই সেটা খুবই স্বল্প বা ছোট রাখতে হবে। যাতে আমি ওর প্যান্টি দেখতে পাই। তুমি তো জানোই কেমন মানুষেরা সামনে বসে থাকে? তারা যেন ওর প্যান্টিটা দেখতে পায়’। আর এমনটা উনি বলেছিলেন প্রায় চার বার। হিন্দিতে বিষয়টা খুবই জঘন্য শোনাচ্ছিল।”
advertisement
5/7
মাত্র ১৮ থেকে ১৯ বছর বয়সেই এই ঘটনার সম্মুখীন হয়ে কার্যত ভেঙেই পড়েছিলেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, “আমি সে রাতে বাড়ি ফিরে গিয়েছিলাম। বলেছিলাম, ‘মা আমি ওর মুখ দেখতে পারব না। যদি ও আমার বিষয়ে এটা ভাবে, কিংবা যদি ভাবে আমি কতটা ছোট, তাহলে উন্নতির তো কোনও জায়গাই থাকবে না’। সেই কারণে ওই ছবি থেকে বেরিয়ে এসেছিলাম আমি।
advertisement
6/7
বলে দিয়েছিলাম যে, ‘আমি দুঃখিত। আমি এই কাজটা করতে পারব না’। আর আজ পর্যন্ত ওর সঙ্গে একটাও কাজ করিনি।” অভিনেত্রী আরও বলেন যে, “যেটা আমি ঠিক করব, সেটা আমার চয়েজ। আর আমি কীভাবে গ্রহণযোগ্যতা পাব, সেটাও আমারই চয়েজ। উপলব্ধিই হল আসল। আর আমার উপলব্ধিই আমার পরিচয় হতে চলেছে।”
advertisement
7/7
কেরিয়ারের লড়াইয়ের কথা এই প্রথম ভাগ করে নেননি প্রিয়াঙ্কা। এর আগেও এই প্রসঙ্গে কথা বলেছেন। নাকের পলিপ বার করার অস্ত্রোপচারের পর যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছিল, সেই প্রসঙ্গেও তুলে ধরেছেন তিনি। বহু সময় মানসিক স্বাস্থ্যের লড়াই নিয়েও সরব হয়েছেন অভিনেত্রী।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bollywood Gossip: ‘আমি তোমার প্যান্টি দেখতে চাই’,প্রিয়াঙ্কা চোপড়াকে বলেছিলেন জনপ্রিয় পরিচালক... তারপরেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল