পরবর্তী শতাব্দীতে অকালেই ঝরে পড়বে ১০০ কোটি মানুষ; কিন্তু কেন? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বিশ্ব উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে আগামী শতাব্দীতে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়বে প্রায় ১০০ কোটি মানুষ। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
advertisement
1/4

দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে জলবায়ু। যার জেরে বেড়েই চলেছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এর জন্য দায়ী গোটা মানবজাতি। আর এটা আগামী শতাব্দীতে মানুষের জন্য চরম বিপদ ডেকে আনতে চলেছে। আসলে বিশ্ব উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে আগামী শতাব্দীতে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়বে প্রায় ১০০ কোটি মানুষ। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
advertisement
2/4
গবেষকদের দাবি, প্রায় ৪০ শতাংশ কার্বন নির্গমনের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দায়ী তেল ও গ্যাস শিল্প। যার ক্ষতিকর প্রভাবের মুখে পড়ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এমনকী বিশ্বের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী কিংবা দরিদ্র সম্প্রদায়ের মানুষেরাও এই ধ্বংসলীলা থেকে ছাড় পাবেন না।
advertisement
3/4
এই গবেষণা প্রকাশিত হয়েছে এনার্জিস নামের একটি জার্নালে। সেই গবেষণায় আক্রমণাত্মক এনার্জি পলিসির প্রস্তাবও রাখা হয়েছে। যা অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্বন নির্গমের প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করতে পারবে। সেই সঙ্গে এটি বিশ্ব অর্থনীতির ডিকার্বনাইজেশন প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করার জন্য সরকার, কর্পোরেট এবং নাগরিক পর্যায়ে প্রতিকারমূলক পদক্ষেপ বাড়ানোর সুপারিশ করেছে।
advertisement
4/4
এর মূল লক্ষ্য হল, মানুষের আনুমানিক মৃত্যুর হার হ্রাস করা। গবেষণায় জানা গিয়েছে যে, কার্বন নিঃসরণের জেরে মানুষের মৃত্যুর হার নির্ভর করবে ১০০০ টন নীতির উপরে। হিসেব করলে দেখা যাবে, ভবিষ্যতে প্রতি বারে প্রায় ১০০০ টন জীবাশ্ম কার্বন পোড়ালে একজন মানুষ অকালমৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাবে। কানাডার ওয়েস্টার্ন ওন্টারিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোশ্যুয়া পিয়ার্স বলেন যে, যদি এই ১০০০ টন নীতির বৈজ্ঞানিক ঐক্যমত গ্রহণ করা হয় এবং সেই পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা হয়, তাহলে দেখা যাবে পরবর্তী শতাব্দীতে বিশ্ব উষ্ণায়নের অকালে প্রাণ হারাবে প্রায় ১০০ কোটি মানুষ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পরবর্তী শতাব্দীতে অকালেই ঝরে পড়বে ১০০ কোটি মানুষ; কিন্তু কেন? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!