TRENDING:

Personality Traits: আপনি কি বড্ড জেদি? নাকি অতি সরল হয়ে বিপদ ডাকেন? হাতের বুড়ো আঙুলই ফাঁস করবে সব

Last Updated:
Personality Traits: হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলের গঠন থেকেও ব্যক্তিত্বের আঁচ পাওয়া যেতে পারে। অর্থাৎ একজন মানুষ ঠিক কী রকম, তা খানিকটা তাঁর হাতের বুড়ো আঙুল দেখেই কিছুটা আন্দাজ করা যেতে পারে।
advertisement
1/7
আপনি কি বড্ড জেদি? নাকি অতি সরল হয়ে বিপদ ডাকেন? হাতের বুড়ো আঙুলই ফাঁস করবে সব
হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলের গঠন থেকেও ব্যক্তিত্বের আঁচ পাওয়া যেতে পারে। অর্থাৎ একজন মানুষ ঠিক কী রকম, তা খানিকটা তাঁর হাতের বুড়ো আঙুল দেখেই কিছুটা আন্দাজ করা যেতে পারে।
advertisement
2/7
সোজা বৃদ্ধাঙ্গুষ্ঠ: আঙুলের প্রথম গিঁট বা নাকলের পরে বুড়ো আঙুল আর বাঁকে না। এমন বুড়ো আঙুল যাঁদের থাকে, তাঁরা সাধারণত একগুঁয়ে প্রকৃতির হন।
advertisement
3/7
বিভিন্ন পরিস্থিতিতে তাঁরা প্রভাবশালী ভূমিকা গ্রহণ করেন। এই ধরনের মানুষেেরা বাস্তববাদী। এবং সব কিছু যুক্তি দিয়ে বিচার করেন। নেতৃত্ব প্রদানের দিক থেকেও তাঁরা এগিয়ে।
advertisement
4/7
তাঁরা সব সময় সতর্ক থাকেন। শুধু তাই নয়। সম্ভাব্য বিপদ শনাক্ত করতে পারেন এঁরা। আত্ম-শৃঙ্খলা এবং আত্ম-নিয়ন্ত্রণ এঁদের সবচেয়ে উল্লেখযোগ্য শক্তিগুলির মধ্যে অন্যতম।
advertisement
5/7
বাঁকানো বৃদ্ধাঙ্গুষ্ঠ: প্রথম গিঁটের পরে যাঁদের বুড়ো আঙুল বেঁকে যায়, তাঁরা আবেগপ্রবণ হয়ে থাকেন। নতুন পরিবেশে খুব সহজেই এঁরা খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারেন।
advertisement
6/7
তাঁরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হন। স্বভাবে কৌতুহলী এই মানুষগুলি লক্ষ্য পূরণের জন্য পথ তৈরি করতেও বেশ পারদর্শী।
advertisement
7/7
এই মানুষগুলি স্বভাবে খুবই সৃজনশীল। তাঁরা কল্পনাপ্রবণও হয়ে থাকেন। যার ফলে শিল্পকলা, অভিনয় এবং অ্যাডভেঞ্চারাস স্পোর্টসেই ভাল কেরিয়ার গড়তে পারেন এই ধরনের মানুষেরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Personality Traits: আপনি কি বড্ড জেদি? নাকি অতি সরল হয়ে বিপদ ডাকেন? হাতের বুড়ো আঙুলই ফাঁস করবে সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল