এক বিধবার অভিশাপে শেষ এই গ্রাম! লোকজন পালায়, কেউ থাকতে পারে না
- Published by:Suman Majumder
Last Updated:
Cursed Village: একজন বিধবা মৃত্যুর সময় অভিশাপ দিয়েছিলেন, তার পর থেকে এই গ্রামে আর কেউ থাকতে পারতেন না।
advertisement
1/6

বিহারে এমন একটি গ্রাম রয়েছে যার ইতিহাস সতীদাহ প্রথার সাথে জড়িত। এই গ্রাম ১৮৭৮ সালে অভিশপ্ত হয়েছিল বলে বিশ্বাস করেন অনেকে। প্রায় ১৩৫ বছর ধরে অভিশপ্ত ছিল সেই গ্রাম। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে গ্রামের মানুষ আর সেখানে থাকতে পারতেন না।
advertisement
2/6
সেই গ্রামের মানুষ বিশ্বাস করেন, প্রায় ১৩৫ বছর ধরে অভিশপ্ত ছিলে তাঁদের প্রিয় গ্রাম। তবে সবটাই লোককথা। অনেকে অবশ্য দাবি করেন, তাঁদের রীতিমতো ভুগতে হয়েছে সেই অভিশাপের জন্য।
advertisement
3/6
যে গ্রামের গল্প আমরা আপনাদের বলছি তার নাম চৌহান দিহ। এটি বিহারের জামুই জেলার খয়রা ব্লকে অবস্থিত। এই গ্রামের গল্প সতীদাহ প্রথার সাথে জড়িত। কথিত আছে, ১৮৭৮ সালে একজন ব্যক্তির মৃত্যুর পরে তাঁর স্ত্রীকেও পুড়িয়ে মারা হয়েছিল। তার পর থেকেই অভিশাপ তাড়া করে সেই গ্রামের মানুষকে।
advertisement
4/6
অনেকেই বিশ্বাস করেন, সেই সতীদাহ প্রথার পরই গ্রামে অভিশাপ নেমে আসে। তার জন্য কার্যত শেষ হয়ে যায় সেই গ্রাম।
advertisement
5/6
জানা যায়, মহিলাটি যখন স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় বসেন, তখন গ্রামের কিছু লোক ঢোল বাজাচ্ছিল। ঐতিহ্য মেনে গান গাইছিল তারা। এতেই মহিলাটি চটে যান। পুরো গ্রামকে অভিশাপ দেন। সেই বিধবার অভিশাপে গ্রামে অন্ধকার নেমে আসে।
advertisement
6/6
জানা যায়, সেই মহিলা অভিশাপ দিয়েছিলেন, ওই গ্রামে কারও ঘরে সন্তান বাঁচবে না। যাঁদের ঘরে সন্তান থাকবে তাঁদের ঘরে অভাব-অনটন লেগে থাকবে।