'সিট ছাড়ুন...', স্লিপার কোচে বসা মহিলাদের দিকে এগিয়ে এলেন TTE, পরক্ষণেই যা ঘটল, মুহূর্তে টিকিট চেকারের ছুটল ঘাম!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: এত কড়া নজরদারি সত্ত্বেও এমন ঘটনা ঘটে যায় যা চমকে দেয় আমাদের। সম্প্রতি একটি চলন্ত দুন এক্সপ্রেস ট্রেনের ঘটনাটি যেন তারই ভয়াবহ এক নিদর্শন। এমন ঘটনা ঘটল চলন্ত ট্রেনের কামরায় যে দেখতেই রীতিমতো শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী ঘটেছিল গত বৃহস্পতিবার? শুনলে শিউরে উঠবেন!
advertisement
1/10

ভারতীয় রেলপথে ভ্রমণ যেমন সহজ, তেমনই আবার এই ট্রেন যাত্রার ক্ষেত্রে রয়েছে কিছু নিয়ম।ট্রেনে যাত্রার প্রধান শর্ত হল আপনার কাছে থাকতে হবে আসনের বৈধ টিকিট। যা না থাকলে আপনার জেল পর্যন্ত হতে পারে।
advertisement
2/10
ট্রেনে টিকিটহীন বা ভুল টিকিটে যাত্রা আইনত দণ্ডনীয়। এক্ষেত্রে বিনা টিকিটের যাত্রীর জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে। যাতে রেলপথে অবৈধ কার্যকলাপ না হয় তা দেখতেই ট্রেনের স্টেশন ও চলতি ট্রেনে থাকেন টিটি ও টিটিই। একইসঙ্গে নজরদারিতে থাকেন আরপিএফ ও জিআরপি জওয়ানরা।
advertisement
3/10
কিন্তু এত কড়া নজরদারি সত্ত্বেও এমন ঘটনা ঘটে যায় যা চমকে দেয় আমাদের। সম্প্রতি একটি চলন্ত দুন এক্সপ্রেস ট্রেনের ঘটনাটি যেন তারই ভয়াবহ এক নিদর্শন। এমন ঘটনা ঘটল চলন্ত ট্রেনের কামরায় যে দেখতেই রীতিমতো শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী ঘটেছিল গত বৃহস্পতিবার? শুনলে শিউরে উঠবেন!
advertisement
4/10
বৃহস্পতিবার রাতে হাওড়া থেকে হরিদ্বারগামী দুন এক্সপ্রেস আর পাঁচদিনের মতোই তুমুল বেগে ছুটে চলছিল রাতের অন্ধকার চিরে। ট্রেনটি উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের চারবাগ রেল স্টেশনের কাছাকাছি পৌঁছতেই আচমকা দুন এক্সপ্রেসে চরম হট্টগোল শুরু হয়ে যায়।
advertisement
5/10
জানা যায় হাওড়া থেকে হরিদ্বারগামী ট্রেনটির স্লিপার কোচে জেনারেল টিকিট নিয়ে ভ্রমণকারী কিছু মহিলার সঙ্গেই সংঘাত শুরু হয়ে যায় ট্রেনের টিকিট চেকারের। জেনারেল টিকিট থাকা একদল মহিলা আচমকাই টিটিই-র সঙ্গে চরম দুর্ব্যবহার শুরু করেন।
advertisement
6/10
জেনারেল টিকিট নিয়ে স্লিপারে চড়ে দিব্যি যাচ্ছিলেন ওই মহিলারা। খবর পেয়ে ছুটে আসতেই মহিলারা সিট খালি করতে আসা টিটিই-র উপরই উল্টে হামলা চালান ও তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ। এমনকি চড়াও হয়ে তাঁর শার্ট পর্যন্ত ছিঁড়ে ফেলেন ওই মহিলারা।
advertisement
7/10
টিটিই দিবাকর মিশ্রের অভিযোগ, তিনি ট্রেনের স্লিপার কোচ এস-৩-তে টিকিট পরীক্ষা করছিলেন। সেই সময় একজন যাত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ অভিযোগ করেন কিছু লোক টিকিট ছাড়াই আসন দখল করে রয়েছেন।
advertisement
8/10
খবর পেয়ে টিটিই ঘটনাস্থলে পৌঁছে তাদের অবিলম্বে আসন খালি করতে বলেন। এই কথা শুনে মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা প্রথমে তাকে গালিগালাজ করেন, তারপর তার শার্ট ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। টিটিই জানান মহিলারা তাকে মারধর করেন এমনকি তাঁর মুখে চা ছুঁড়ে দেন। ধস্তাধস্তিতে তাঁর সোনার চেইনও ছিড়ে যায়।
advertisement
9/10
রেল সূত্রে জানা গিয়েছে, মহিলারা সাধারণ টিকিট নিয়ে একটি স্লিপার কোচে ভ্রমণ করছিলেন, যা নিয়মের বিরুদ্ধে। টিকিট পরীক্ষকের সঙ্গে ধস্তাধস্তির পর, বারাবাঁকি স্টেশনে ওই মহিলাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, কিন্তু তারা জোর করে একই কোচে পুনরায় উঠে পড়েন। পরে চারবাগ রেল স্টেশনে পৌঁছনোর পর তাদের নামিয়ে দেওয়া হয়।
advertisement
10/10
উত্তর রেলের সিনিয়র ডিসিএম কুলদীপ তিওয়ারি জানিয়েছেন যে দুন এক্সপ্রেসে মহিলা যাত্রীরা টিটিই দিবাকর মিশ্রকে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করেছেন। মহিলারা অনুমতি ছাড়াই ট্রেনে ভ্রমণ করছিলেন। তাদের বিরুদ্ধে চারবাগ জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনায় শীঘ্রই একটি এফআইআর দায়ের করা হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'সিট ছাড়ুন...', স্লিপার কোচে বসা মহিলাদের দিকে এগিয়ে এলেন TTE, পরক্ষণেই যা ঘটল, মুহূর্তে টিকিট চেকারের ছুটল ঘাম!