পাকিস্তানের 'আসল' নাম কী বলুন তো...? বেশিরভাগই জানেন 'ভুল'! আপনি জানেন তো?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Pakistan: বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান আলোচনার শীর্ষে। প্রতিবেশী এই দেশ নিয়ে চর্চা তুঙ্গে পৌঁছেছে গত দু-মাসের দুই দেশের পারস্পরিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে। পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর একের পর এক ঘটনা প্রবাহে চরম সংঘাতে পোঁছেছে ভারত-পাক সম্পর্ক। এই পরিস্থিতিতে আজ এই পাকিস্তান নিয়ে জেনে নেওয়া যাক এমন কিছু সাধারণ জ্ঞান যা আমাদের অনেকেরই অজানা।
advertisement
1/10

সাধারণ জ্ঞান আমাদের এমন অনেক তথ্য দেয় যা আমাদের চেনা বিষয়কেই নতুন করে চেনায়। সাধারণ জ্ঞান যেমন দেশ বিদেশের নতুন নতুন তথ্য তুলে ধরে তেমনই আবার এই জিকের মধ্যে দিয়েই এমন অনেক অজানা জিনিস আমরা জানি যা আমাদের জানা বিষয় নিয়েই চমকে দেওয়া অজানা কিছু তথ্য দেয়।
advertisement
2/10
সাধারণ জ্ঞান, যা GK বা জেনারেল নলেজ নামেও পরিচিত। এই সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, বর্তমান ঘটনা এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। চাকরির পরীক্ষা হোক বা অন্য যে কোনও স্কুল বা কলেজের পরীক্ষায়, সাধারণ জ্ঞানের পাঠ থাকা মাস্ট।
advertisement
3/10
এই সাধারণ জ্ঞান বাড়ানোর অনেক উপায় আছে। একটি উপায় হল নিয়মিত সংবাদ পড়া এবং সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়ার অভ্যাস রাখা। আপনি বই, নিবন্ধ এবং ব্লগ পড়তে পারেন। সাধারণ জ্ঞান বাড়ানোর আরেকটি উপায় হল কুইজ খেলা এবং ধাঁধার সমাধান করা। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের জানাচ্ছি পাকিস্তান সংক্রান্ত তেমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তার উত্তর।
advertisement
4/10
বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান আলোচনার শীর্ষে। প্রতিবেশী এই দেশ নিয়ে চর্চা তুঙ্গে পৌঁছেছে গত দু-মাসের দুই দেশের পারস্পরিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে। পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর একের পর এক ঘটনা প্রবাহে চরম সংঘাতে পোঁছেছে ভারত-পাক সম্পর্ক। এই পরিস্থিতিতে আজ এই পাকিস্তান নিয়ে জেনে নেওয়া যাক এমন কিছু সাধারণ জ্ঞান যা আমাদের অনেকেরই অজানা।
advertisement
5/10
পাকিস্তানের জাতীয় খেলা কোনটি?পাকিস্তানের জাতীয় খেলা ক্রিকেট। ১৯৯২ বিশ্বকাপেই, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান প্রথম এবং একমাত্র বিশ্ব শিরোপাটি জিতেছিল।
advertisement
6/10
পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের নাম কী?পাকিস্তানের চলচ্চিত্র শিল্পকে বলা হয় ললিউড। যেখানে বেশির ভাগ ছবি উর্দু, পশতু এবং পঞ্জাবি ভাষায়, কিন্তু এখনও বলিউডের বেশির ভাগ ছবি পাকিস্তানে দেখা হয়।
advertisement
7/10
পাকিস্তানের সবচেয়ে বড় রুপির নোটের মূল্য কত?ভারতে ৫০০ টাকার নোট যেভাবে সবচেয়ে বড়, ঠিক একইভাবে পাকিস্তানে সবচেয়ে বড় নোট (পাকিস্তানি রুপি) ৫০০০।
advertisement
8/10
পাকিস্তানের পুরো নাম কী?পাকিস্তানের পুরো নাম ইসলামী জামহুরিয়া পাকিস্তান।
advertisement
9/10
পাকিস্তানের মাতৃভাষা কী?পাকিস্তানের মাতৃভাষা 'উর্দু' এবং সরকারি ভাষা 'ইংরেজি'। এ ছাড়া পাকিস্তানে ৬০টিরও বেশি ভাষায় কথা বলা হয়।
advertisement
10/10
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রক লবণ খনি কোথায় অবস্থিত?ভারতে রক সল্ট বা সন্ধক লবণ আসে পাকিস্তান থেকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রক লবণের খনি পাকিস্তানে।