TRENDING:

Knowledge Story: ঠিক ২ টো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি! পৃথিবীর একমাত্র শহরে রোজই এমনটা হয়, নামটা কী জানেন? ৯০% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম!

Last Updated:
Knowledge Story: জানেন কি, পৃথিবীতে এমন এক শহর রয়েছে যেখানে ঠিক ২ টো বাজলেই রোজ বৃষ্টি হয়৷ নাম জানলে আপনিও অবাক হবেন৷
advertisement
1/7
২ টো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি! পৃথিবীর একমাত্র শহরে রোজই এমন হয়, নামটা কী জানেন?
তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের৷ কবে হবে স্বস্তির বৃষ্টি তাঁর আশাতেই সকলে বসে থাকেন৷ কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন এক শহর রয়েছে যেখানে রোজ বৃষ্টি হয়৷ নাম জানলে আপনিও অবাক হবেন৷
advertisement
2/7
ব্রাজিলের অন্যতম ব্যস্ততম বন্দর বেলেম। যেখানে ২ টো বাজলেই বৃষ্টি শুরু হতো৷ এই শহরটি আমাজন নদীর প্রবেশদ্বার। বেলেম প্যারা নদী, অন্যান্য নদী এবং খাল দ্বারা অতিক্রম করা কয়েকটি ছোট দ্বীপে অবস্থিত। বেলেম, ১৬১৬ সালে প্রতিষ্ঠিত, লক্ষাধিক বাসিন্দা রয়েছে এই বড় শহর।
advertisement
3/7
শহরের নতুন অংশে রয়েছে আধুনিক ও আকাশচুম্বী ভবন। ঔপনিবেশিক অংশে বৃক্ষ-রেখাযুক্ত স্কোয়ার, গির্জা এবং ঐতিহ্যবাহী নীল টাইলসের আকর্ষণ রয়েছে।
advertisement
4/7
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেইনফরেস্টের সীমানায় অবস্থিত এবং বেলেমে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়।
advertisement
5/7
বেলেম একসময় বিখ্যাত ছিল বৃষ্টির জন্য৷ প্রতিদিন বেলা ২টো বাজলেই বৃষ্টি বেলেমের নিত্যদিনের ঘটনা। কিন্তু জলবায়ু পরিবর্তন এই শহরের দৈনন্দিন জীবনযাত্রাকেও অনেক বদলে দিয়েছে। এখন বৃষ্টি অনুযায়ী পরিকল্পনা করা অসম্ভব। এখানে প্রতিদিন এবং প্রায়ই রাতে প্রচুর বৃষ্টি হয়। জীবন বদলে যাচ্ছে।
advertisement
6/7
বেলেমে প্রতিদিন ভারী বৃষ্টিপাতের পরে নানা সমস্যা শুরু হয়। অনেক সময় অল্প সময়ের প্রবল বর্ষণে ড্রেনগুলো আটকে যায় এবং শহরের অনেক জায়গায় জল জমে যায়।
advertisement
7/7
ওয়েল বেলেম-এর সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য সহ, অতিথিদের জন্য সত্যিই অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই মনোমুগ্ধকর শহরটিতে প্রত্যেক পর্যটককে আকৃষ্ট করার জন্য অনেক কিছু রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ঠিক ২ টো বাজলেই ঝমঝমিয়ে বৃষ্টি! পৃথিবীর একমাত্র শহরে রোজই এমনটা হয়, নামটা কী জানেন? ৯০% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল