TRENDING:

তবে কি শেষ? ২০২৩-এই ধ্বংস হবে পৃথিবী? নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ভয় ধরাচ্ছে গোটা বিশ্বে

Last Updated:
হিটলারের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা এমনকী বিশ্বে করোনার থাবা বসবে, এসবই বহু আগে লিখে গিয়েছিলেন নস্ত্রাদামুস!
advertisement
1/5
২০২৩-এই ধ্বংস হবে পৃথিবী? নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ভয় ধরাচ্ছে গোটা বিশ্বে
বিশ্বের অন্যতম বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা নস্ত্রাদামুসের প্রায় সব ভবিষ্যদ্বাণী-ই এখনও পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে। ১৫৬৬ সালে মৃত্যুর আগে ফরাসি এই ভবিষ্যদ্বক্তা তাঁর বিখ্যার বই দ্য প্রফেসিস'-এ মোট ৬৩৩৮টি ভবিষ্যদ্বাণী লিখেছিলেন। হিটলারের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা এমনকী বিশ্বে করোনার থাবা বসবে, এসবই বহু আগে লিখে গিয়েছিলেন নস্ত্রাদামুস! ২০২৩ সাল নিয়েও তাঁর বইতে রয়েছে ভয়ঙ্কর এক ভবিষ্যদ্বাণী! বিশ্লেষকরা বলছেন, নস্ত্রাদামুস তাঁর লেখার মাধ্যমে হয়তো বোঝাতে চেয়েছেন ২০২৩-এই ধ্বংস হতে পারে পৃথিবী। ঠিক কী বলা আছে নস্ত্রাদামুসের লেখায়?
advertisement
2/5
পৃথিবী ধ্বংস-- নস্ত্রাদামুস তাঁর বইয়ের এক জায়গায় লিখেছেন ২০২৩ সালে 'রাজকীয় ভবনে আকাশপথে আগুন।' বিশ্লেষকদের একাংশের মতে, এর অর্থ হল ২০২৩ সালেই পৃথিবী ধ্বংসের ঈঙ্গিত দিয়েছেন তিনি। আবার অনেকে মনে করছেন, নতুন সভ্যতার উদয়ের কথা বলেছেন। আবার কারও কারও মতে এটি বিশ্বের নতুন আইনের সূচনার ইঙ্গিত।
advertisement
3/5
মঙ্গলে পা-- মঙ্গল গ্রহ সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেছেন নস্ত্রাদামুস। তিনি লিখেছেন, 'মঙ্গলগ্রহে আলো পড়ছে।' বিশ্লেষকদের মতে, এর অর্থ ২০২৩ সালে মঙ্গল গ্রহে মানুষ পা রাখবেন। লাল গ্রহে স্পেশশিপ পৌঁছনোর বিষয়ে হয়তো মিলবে বড়সড় কোনও সাফল্য।
advertisement
4/5
তৃতীয় বিশ্বযুদ্ধ-- নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণীতে লিখেছেন, 'সাত মাস মহান যুদ্ধ, কুকাজে ব্যক্তির মৃত্যু হবে।' বিশ্লেষকদের একাংশের মতে, এর মাধ্যমে নস্ত্রাদামুস তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। অনেকে আবার মনে করছেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। আবার অনেকের ধারণা ২০২৩-এ চিন ও তাইওয়ানের মধ্যে সংঘর্ষ ভয়াবহ হয়ে উঠবে।
advertisement
5/5
নতুন পোপের ভবিষ্যদ্বাণী-- নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুসারে, পোপ-এর পরিবর্তন হবে। অর্থাৎ, পোপ ফ্রান্সিসের পরিবর্তে ২০২৩ সালে অন্য কেউ পোপ নির্বাচন হতে পারেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
তবে কি শেষ? ২০২৩-এই ধ্বংস হবে পৃথিবী? নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী ভয় ধরাচ্ছে গোটা বিশ্বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল