TRENDING:

পাহাড়ে গেলে এমন বিপর্যয়ের মুখে পড়তে যেকোনো সময়, সেই পরিস্থিতিতে কী করবেন? কী করবেন না?

Last Updated:
পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি, নির্ধারিত সময় মনোরম পরিবেশেই শুরু করলেন সফর। কিন্তু, মাঝপথেই বাধ সাধল বৃষ্টি কিংবা তুষারপাত। পাহাড়ি এলাকায় এমন বিপর্যয়ের মুখে পড়তে পারেন যখন তখন। ঠিক যেমন দু'দিন আগে প্রবল বর্ষণে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার বিস্তীর্ণ অঞ্চল। আটকে পড়েছেন বহু পর্যটক। ঠিক এমন অবস্থায় পড়লে কী করা উচিত আর কী করা উচিত নয় দেখে নেওয়া যাক।
advertisement
1/7
পাহাড়ে গেলে এমন বিপর্যয়ের মুখে পড়তে যেকোনো সময়, সেই পরিস্থিতিতে কী করবেন? কী করবেন না?
পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি, নির্ধারিত সময় মনোরম পরিবেশেই শুরু করলেন সফর। কিন্তু, মাঝপথেই বাধ সাধল বৃষ্টি কিংবা তুষারপাত। পাহাড়ি এলাকায় এমন বিপর্যয়ের মুখে পড়তে পারেন যখন তখন।
advertisement
2/7
ঠিক যেমন দু'দিন আগে প্রবল বর্ষণে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার বিস্তীর্ণ অঞ্চল। আটকে পড়েছেন বহু পর্যটক। ঠিক এমন অবস্থায় পড়লে কী করা উচিত আর কী করা উচিত নয় দেখে নেওয়া যাক।
advertisement
3/7
১ কোন সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্ষার সময় যদি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকে তবে জায়গার স্থান নির্বাচন করা সবার আগে করতে হবে। মনে রাখতে হবে, বেড়াতে যাওয়ার সময় এমন কোনও জায়গার স্থান নির্বাচন করতে যেখানে হঠাৎ দুর্যোগ হলেও বেশ কিছু দিন থাকা-খাওয়ার অভাব না হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উদ্বেগে মাথা ঠাণ্ডা রাখা।
advertisement
4/7
২ বিপদের সময় স্থানীয় মানুষদের উপর ভরসা রাখতে হবে। কারণ, মনে রাখতে হবে আপনি যতটা না জায়গা চেনেন তার থেকে অনেক বেশি স্থানীয়রা সেই জায়গা সম্পর্কে ওয়াকিবহাল। আর দুর্যোগের মুখে সবার আগে সাহায্যের হাত এগিয়ে দেয় স্থানীয়রাই।
advertisement
5/7
৩ আচমকা দুর্যোগ নেমে এলে প্রশাসনিক বার্তার উপর নজর রাখুন। রাস্তাঘাট বন্ধ থাকলে হোম স্টে বা হোটেলেই আশ্রয় নিন। কারণ মাথার ছাদ আর খাওয়ারটুকু নিয়ে নিশ্চিন্ত থাকবেন।
advertisement
6/7
৪ ধসের কারণে যদি দেখেন সেতু ভেঙে রাস্তাঘাট বন্ধ, সেক্ষেত্রে ঘুরপথে কোন রাস্তা খোলা না দেখতে পারেন। ঘুরপথে যেহেতু রাস্তার যাত্রা অনেকটা তাই হাতের কাছে শুকনো খাবার, জল, ওষুধ রাখুন।
advertisement
7/7
৫ বিপদে পড়লে পরিবারই সবার আগে সাহায্য করে। তাই ঘুরতে যাওয়ার সময় বিশ্বস্ত কাউকে নিজে কোথায় যাচ্ছেন সেই বিষয়ে জানিয়ে যান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পাহাড়ে গেলে এমন বিপর্যয়ের মুখে পড়তে যেকোনো সময়, সেই পরিস্থিতিতে কী করবেন? কী করবেন না?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল