National Food Of India: ভারতের জাতীয় খাবার কী? অধিকাংশ মানুষই জানেন না সঠিক উত্তর! আপনি জানেন তো?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
National Food Of India: চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি। এমনই কিছু প্রশ্নোত্তর তুলে ধরা হল এই প্রতিবেদনে।
advertisement
1/9

চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও দেখা আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি। বেসরকারি ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বেশ কিছু বিষয়ে সাধারণ জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/9
আজ আমরা আবারও এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সকলের সামনে তুলে ধরতে চলেছি। যেখান থেকে আপনি অনেক তথ্য আপনারা পাবেন। অবশ্যই দাবি করা হচ্ছে না যে এই প্রশ্নগুলি আপনার পরীক্ষায় আসবেই কিন্তু এটা অবশ্যই বলা যেতে পারে যে এই প্রতিবেদন আপনাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করবে দারুণভাবে। পর পর এমন একগুচ্ছ প্রশ্ন তুলে ধরা হল এই প্রতিবেদনে। দেখে নিন আপনার জানা আছে কিনা সঠিক উত্তরগুলি।
advertisement
3/9
প্রশ্ন ১: পৃথিবীর শেষ বলে পরিচিত কোন জায়গা? উত্তরঃ অনেকেই জানেন না এই প্রশ্নের উত্তর। বস্তুত, ইংল্যান্ডের একটি জায়গা যার নাম “সাসেক্স”। এখানেই পৃথিবীর শেষ বলে বিশ্বাস করা হয়।
advertisement
4/9
প্রশ্ন ২: ১৯৬০এর দশকে কি ধরনের হেলমেট ব্যবহার করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল? উত্তরঃ আজকে আমরা যে হেলমেট ব্যবহার করি তা ১৯৬০-এর দশকের থেকে সম্পূর্ণ ভিন্ন। সে সময় এমন একটি মোটরসাইকেল তৈরি করা হয়েছিল, যাতে গাড়িতে বসা ব্যক্তি এবং পেছনে বসা ব্যক্তি একে অপরের সঙ্গে কথা বলতে পারে।
advertisement
5/9
প্রশ্ন ৩: বিশ্বের বৃহত্তম ফুলের বাগানের নাম কি? উত্তরঃ আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান অবস্থিত রয়েছে দুবাইতে। এর নাম ‘মিরাকল গার্ডেন’। শুনলে চমকে যাবেন যে এই 'আশ্চর্য' বাগানে পাঁচ কোটির বেশি ফুল রয়েছে। আর রয়েছে প্রায় ২৫ কোটি গাছ-গাছালি।
advertisement
6/9
প্রশ্ন ৪: গ্রীষ্মে নারকেল জল পান করার উপকারিতা কি? উত্তর: এটা সবাই জানেন যে গ্রীষ্মকালে প্রায়ই আমরা নারকেল বা ডাবের জল খাই। চিকিৎসকেরাও পরামর্শ দেন শরীর জলের অভাব হয়। যার কারণে সবসময় ক্লান্তি ও দুর্বলতার অনুভূতি থাকে। তাই গ্রীষ্মকালে নারকেলের ভেতরে থাকা জল পান করা উচিত। এতে উপস্থিত পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মতো উপাদান ডিহাইড্রেশনের সমস্যা থেকে রক্ষা করে।
advertisement
7/9
প্রশ্ন ৫: জানেন কি কোন দেশে পুরুষদের জন্য দুটি মহিলাকে বিয়ে করা আবশ্যক? উত্তরঃ আফ্রিকার মহাদেশের অন্তর্ভুক্ত দেশ ইরিত্রিয়াতে এই নিয়ম চালু রয়েছে। সেখানে পুরুষদের অন্তত দু-জন মহিলাকে বিয়ে করার নিয়ম বা রীতি চালু রয়েছে।
advertisement
8/9
প্রশ্ন ৬: আমাদের সৌরজগতের বয়স কত? উত্তর: বিজ্ঞানীরা অনুমান করেছেন যে সৌরজগৎ ৫০০০ মিলিয়ন বছর বয়সী হবে।
advertisement
9/9
প্রশ্ন ৭: ভারতের জাতীয় খাবার কী? উত্তর: ভারতের জাতীয় খাবার হিসেবে একটা সময় 'খিচুড়ি'কে স্বীকৃতি দেওয়ার কথা ভাবা হয়েছিল। সেই প্রস্তাব কিন্তু কিন্তু চূড়ান্ত স্বীকৃতি পায়নি সরকারের তরফে। ভারতের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও পৃথক খাদ্যাভ্যাস জনপ্রিয় হওয়ায় এখনও পর্যন্ত কোনও খাবারকেই জাতীয় খাবারের স্বীকৃতি দেওয়া হয়নি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
National Food Of India: ভারতের জাতীয় খাবার কী? অধিকাংশ মানুষই জানেন না সঠিক উত্তর! আপনি জানেন তো?