TRENDING:

Name Starts with 'B': নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘B’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

Last Updated:
Name Starts with B Personality: আজ কথা বলব, যাঁদের নাম ইংরেজি ‘B’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
advertisement
1/6
‘B’ দিয়ে নামের মানুষরা কেমন হন ? তাদের চরিত্রের ভাল-খারাপ দিকগুলি জেনে নিন
নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরাজি ‘B’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
advertisement
2/6
নামের আদ্যক্ষরে ‘B’ থাকা মানুষগুলি সাধারণত সৃজনশীল, বিশ্লেষক, বিশ্বস্ত এবং কিছু কিছু ক্ষেত্রে জেদী প্রকৃতির হয়ে থাকেন। নেতিবাচক দিক তো থাকবেই, তবে এঁদের চরিত্রের ইতিবাচক দিকও রয়েছে ভূরি ভূরি। মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। ফলে এঁরা খুব ভাল বন্ধু, সহকর্মী ও পার্টনার হতে পারেন।
advertisement
3/6
যাঁদের নাম ‘B’ দিয়ে শুরু হচ্ছে, তাঁরা রোমাঞ্চ-প্রিয় হন হন। নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পছন্দ করেন। সেই সঙ্গে যে কোনও ধরনের ঝুঁকি নিতে এঁরা সদা প্রস্তুত। এখানেই শেষ নয়, এঁরা ভ্রমণপ্রেমী প্রকৃতির হন। সামাজিক মেলামেশার ক্ষেত্রেও এই মানুষগুলির জুড়ি মেলা ভার। এঁদের মধ্যে আসলে থাকে এক অনন্য সাধারণ প্রতিভা। যার ফলে অন্যান্যরা এঁদের প্রতি আকর্ষণ অনুভব করে থাকেন।
advertisement
4/6
কেরিয়ারের দিক থেকেও এই মানুষগুলি সফল হয়। প্রচণ্ড রকম সৃজনশীল, শিল্পমনস্ক এবং কল্পনাপ্রবণ প্রকৃতির মানুষ এঁরা। সঙ্গীত, লেখালিখি, অঙ্কন-সহ সৃজনশীল দিকে এঁদের ব্যুৎপত্তি থাকে। তবে এঁরা সাধারণত পরিস্থিতি বিশ্লেষণ করেন। জটিল সমস্যাগুলি সমাধান করার বিষয়টি উপভোগও করেন। ফলে অঙ্ক, বিজ্ঞানের ক্ষেত্রেও এঁরা সাফল্যের অধিকারী হতে পারেন।
advertisement
5/6
নামের আদ্যক্ষরে ‘B’ থাকা মানুষগুলি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিশ্বাসযোগ্য হয়। সেই সঙ্গে যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এঁরা প্রতিশ্রুতিবদ্ধ হন। সঙ্গীকে গুরুত্ব দিয়ে থাকেন। সব সময়ই সঙ্গীর পাশে থাকার চেষ্টা করেন। এঁরা সাধারণত বন্ধুত্বপূর্ণ। স্বভাবে কেয়ারিং হন। আর সম্পর্কের দায়দায়িত্বও সুন্দর ভাবে পালন করেন।
advertisement
6/6
অন্য দিকে আবার, এই ধরনের মানুষের কিছু দুর্বলতাও থাকে। এঁরা সাধারণত জেদী আর অনমনীয় হয়ে থাকেন। নিজদের বিশ্বাসে দৃঢ় থাকেন। কোনও কিছু পরিবর্তন করতে চান না। ফলে নতুন কিছু শিখতে বা নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে এঁদের অনেক সময় লেগে যায়। আবার কোনও রকম আপোসের পথেও এঁরা হাঁটেন না। কখনও কখনও আবার আবেগপ্রবণ হয়ে পড়েন। ফলে অনেক সময় ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Name Starts with 'B': নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘B’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল