Nail Cutter Shape: নেলকাটারের সঙ্গে কেন দুটো ছোট চাকু থাকে, জানেন কী কী কাজে এগুলি ব্যবহার করতে হয়
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Nail Cutter Shape: সাধারণত আমরা নখ কাটলে নখের উপরের অংশ অসমান হয়ে থাকে
advertisement
1/8

নেলকাটারের ডিজাইন সাধারণত একরকমই থাকে। সকলেই এর ব্যবহার করে থাকেন। আমরা সকলেই দেখি যে নেলকাটারের মধ্যে দুটি ছোট চাকু থাকে।
advertisement
2/8
এর মধ্যে একটি সাধারণত ছুরির মধ্যে দেখতে। কিন্তু ধারালো খুব একটা না। আবার আরেকটি অন্যরকম ডিজাইনের ছোট চাকুর মতো দেখতো। (প্রতীকী ছবি)
advertisement
3/8
সেগুলি দিয়ে নখ কাটা প্রায় অসম্ভব। তাই দুটি চাকুর মতো দেখতে ব্লেডের আলাদা ব্যবহার রয়েছে।(প্রতীকী ছবি)
advertisement
4/8
এর মধ্যে সোজা আকৃতির ব্লেড বা চাকুটির ব্যবহার অত্যন্ত সোজা। সাধারণত আমরা নখ কাটলে নখের উপরের অংশ অসমান হয়ে থাকে।(প্রতীকী ছবি)
advertisement
5/8
তখন নখের অসমান অংশ সমান করার জন্য চাকুর মতো অংশটির ধার দিয়ে ঘষতে হয়। তবেই নখ সমান হয়। ফলে নখের আকৃতি ঠিক রাখার জন্যও অনেকে এটি ব্যবহার করেন।(প্রতীকী ছবি)
advertisement
6/8
আরেকটি ব্লেড নিয়ে অনেকগুলি কাজ করা যায়। বোতলের সিল করা ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কের ঢাকনা খুলতে পারেন এই ছুরিটি দিয়ে।(প্রতীকী ছবি)
advertisement
7/8
এর পাশাপাশি অনেক সময়ে নখের আকৃতি বড় হয়ে গেলে ময়লা জমে যায়। যাঁরা নখ বড় রাখতে চান, তাঁরা এই চাকুটির সাহায্যে নখের ভিতরের অংশ পরিষ্কার রাখতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
8/8
তাই জন্য নেলকাটারের সঙ্গে সবসময় এই দুটি চাকু দিয়ে দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সংস্থার নেলকাটারা আলাদা হলেও এর ডিজাইন সাধারণত এক থাকে।(প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Nail Cutter Shape: নেলকাটারের সঙ্গে কেন দুটো ছোট চাকু থাকে, জানেন কী কী কাজে এগুলি ব্যবহার করতে হয়