TRENDING:

Nail Clipper: নেল কাটারের ভিতরে থাকা ছুরির মতো অংশ নিশ্চয়ই লক্ষ্য করেছেন? এদের কাজ কি জানা আছে? বেশিরভাগ মানুষই জানেন না

Last Updated:
Nail Cutter Fact: হলফ করে বলা যেতে পারে যে, বেশিরভাগ মানুষই এর ব্যবহার জানেন না। কিন্তু এর অন্তত একটা কারণ জানলে সকলেই নিশ্চিত ভাবে চমকে যাবেন।
advertisement
1/6
নেল কাটারের ভিতরে থাকা ছুরির মতো অংশ নিশ্চয়ই লক্ষ্য করেছেন? এদের কাজ কি জানেন?
নেল কাটার দিয়ে নখ কাটার সময় আমরা সাধারণত এর ভিতরে ব্লেডের মতো দুটি অংশ দেখতে পাই। যা দেখতে অনেকটা ছুরির মতো। নেল কাটারের মধ্যেই আটকানো থাকে ছুরির মতো অংশ দু’টি। অথচ আমরা এর কাজ সম্পর্কে ওয়াকিবহাল নই একেবারেই। হলফ করে বলা যেতে পারে যে, বেশিরভাগ মানুষই এর ব্যবহার জানেন না। কিন্তু এর অন্তত একটা কারণ জানলে সকলেই নিশ্চিত ভাবে চমকে যাবেন।
advertisement
2/6
দাঁত মাজা, স্নান করা এবং নখ কাটা - এগুলো আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজের অঙ্গ। নখ পরিষ্কার রাখাটাও আবশ্যক। কারণ নখে জমে থাকা ময়লা খাওয়ার সময় সরাসরি আমাদের মুখ থেকে পেটে পৌঁছে যায়। যার জেরে নানা ধরনের সমস্যা হতে পারে। এমনকী এটা বড় রোগের আকারও ধারণ করে।
advertisement
3/6
আবার অনেকের মধ্যেই অতিরিক্ত নখ খাওয়ার অভ্যাসও থাকে। এটাও বেশ ক্ষতিকর। কারণ মুখের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস আঙুল থেকে মুখে অথবা নখ থেকে মুখে চলে যায়। যার ফলে সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। বহু মানুষ এই বদভ্যাস কাটানোর চেষ্টা করেন। কিন্তু সেটা সহজে কাটানো একেবারেই সম্ভব নয়।
advertisement
4/6
নখ কাটার জন্য আমরা নেল কাটার ব্যবহার করে থাকি। আর নেল কাটারের মধ্যে থাকে ছুরির মতো দেখতে দু’টি ব্লেড। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না, এটা থাকার কারণ কী? তাহলে এবার সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
5/6
নেল কাটারের একেবারে মাঝবরাবর থাকে ছুরির মতো সেই অংশ। যা নিজের প্রয়োজন মতো ব্যবহার করা যেতে পারে। আর ছুরির মতো এই অংশ দুটি নখ কাটার জন্য ব্যবহৃত হয়। সেই সঙ্গে আরও নানা কাজেও ব্যবহার করা হয়ে থাকে। আসলে দু’টি ব্লেড যুক্ত হওয়ায় নেল কাটারের উপযোগিতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যেখানে খুশি এটা নিয়ে যাওয়া সম্ভব।
advertisement
6/6
আর একাধিক কাজে তা ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল কাটাকুটি করা, ড্রিল করা এবং বোতলের ছিপি খোলা ইত্যাদি। নেল কাটারে একটা ধারালো বাঁকানো ব্লেড থাকে। যা নখ পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। এটা ছোট ছোট কাজ করার জন্য ব্যবহৃত হয়। শুধু তা-ই নয়, এটি বোতলের ছিপি খুলতে কাজে লাগে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Nail Clipper: নেল কাটারের ভিতরে থাকা ছুরির মতো অংশ নিশ্চয়ই লক্ষ্য করেছেন? এদের কাজ কি জানা আছে? বেশিরভাগ মানুষই জানেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল