TRENDING:

GK: বলুন তো দেখি, কোন প্রাণী খাওয়ার সময় কাঁদে? ৯৯ শতাংশের কাছেই উত্তরটা অজানা! আপনি কোন দলে?

Last Updated:
তিনটি আমেরিকান অ্যালিগেটর, দু’টি কেম্যান, দু’টি ইয়াকার কেম্যানকে অ্যালিগেটর পার্কের শুকনো জমির উপর খেতে দেওয়া হয়েছিল। দেখা গিয়েছিল খাওয়ার সময় সকলের চোখে জল।
advertisement
1/13
বলুন তো দেখি, কোন প্রাণী খাওয়ার সময় কাঁদে? ৯৯ শতাংশের কাছেই উত্তরটা অজানা! আপনি কোন দলে?
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
advertisement
2/13
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
advertisement
3/13
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
advertisement
4/13
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
advertisement
5/13
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায়শই এসে থাকে।
advertisement
6/13
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়
advertisement
7/13
আজকাল পত্র-পত্রিকা, বই এর পাশাপাশি ইন্টারনেটে প্রচুর পরিমাণে নানা বিষয়ের সাধারণ জ্ঞানের খোঁজ পাওয়া যায় যা জীবনের নানা ওঠাপড়ায় বেশ কাজেও লাগে। আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হল, যেগুলি আগামী দিনে নানা ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারে।
advertisement
8/13
সাধারণ জ্ঞানের পরিমণ্ডলে বিজ্ঞানের নানা বিষয় যেমন থাকবে তেমনই থাকবে দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য। এই তালিকায় এমন কিছু প্রশ্নও রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও উত্তর প্রায় কারোরই জানা নেই। বা প্রশ্ন শুনে মাথা চুলকোবেন অনেকে।
advertisement
9/13
বলুন তো, কোন প্রাণী খাওয়ার সময়ে কাঁদে? মাত্র ২ শতাংশ মানুষ উত্তরটা জানেন... আপনি কোন দলে?
advertisement
10/13
উত্তর হল কুমীর। এমনিতে কুমিরের কান্না খুব একটা ভাল চোখে দেখা হয় না। মন থেকে নয়, দেখানোর জন্য যে শোক, তার সঙ্গে তুলনা করা হয় কুমিরের কান্নার।
advertisement
11/13
তবে কুমীর কী খাবার খাওয়ার সময় সত্যিই কাঁদে? এ নিয়ে নানা মত রয়েছে। ২০০৬ সালে স্নায়ুবিদ ম্যালকম শেনার এবং প্রাণীবিদ কেন্ট একটি পরীক্ষা চালায়। তাতে বিষয়টি পরিষ্কার হয়।
advertisement
12/13
তিনটি আমেরিকান অ্যালিগেটর, দু’টি কেম্যান, দু’টি ইয়াকার কেম্যানকে অ্যালিগেটর পার্কের শুকনো জমির উপর খেতে দেওয়া হয়েছিল। দেখা গিয়েছিল খাওয়ার সময় সকলের চোখে জল।
advertisement
13/13
বিজ্ঞানী শেনার এবং ভ্লিয়েটের মতে, কুমির যখন চিবিয়ে খায়, তখন চোয়ালের ওঠা-নামার কারণে তার সাইনাসে হাওয়া ঢুকে যায়। এর ফলেই কুমিরের চোখের অশ্রুগ্রন্থি উত্তেজিত হয়ে পড়ে। একে বলে ‘ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম’।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: বলুন তো দেখি, কোন প্রাণী খাওয়ার সময় কাঁদে? ৯৯ শতাংশের কাছেই উত্তরটা অজানা! আপনি কোন দলে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল