TRENDING:

Mystery: ক্যালেন্ডার থেকে ভ্যানিশ দশ দশটি দিন...? বিশ্বজুড়ে তোলপাড়! কী হয়েছিল জানেন? শুনলে চমকে যাবেন!

Last Updated:
ক্যালেন্ডার এমন একটা জিনিস আমরা প্রতিদিনই প্রায় কাজে কর্মে দেখে থাকি। দিনের হিসেবে রাখা থেকে কাজের হিসেবে, অথবা জন্মদিন বা বিশেষ উৎসবের তারিখ মনে রাখতে বার বার আমাদের চোখ চলে যায় ক্যালেন্ডারের পাতায়। আর সেখানেই ঘটে গিয়েছে অদ্ভুত সব রহস্যময় কাণ্ড!
advertisement
1/12
ক্যালেন্ডার থেকে ভ্যানিশ দশ দশটি দিন...? বিশ্বজুড়ে তোলপাড়...! কী হয়েছিল জানেন?
ক্যালেন্ডার এমন একটা জিনিস আমরা প্রতিদিনই প্রায় কাজে কর্মে দেখে থাকি। দিনের হিসেবে রাখা থেকে কাজের হিসেবে, অথবা জন্মদিন বা বিশেষ উৎসবের তারিখ মনে রাখতে বার বার আমাদের চোখ চলে যায় ক্যালেন্ডারের পাতায়। অথচ জানেন কী এই ক্যালেন্ডারটিকে তার বর্তমান আকারে বিকশিত হতে বহু শতাব্দী লেগেছিল।
advertisement
2/12
এরই মধ্যে এমন অনেক ভুল হয়েছে যার প্রভাব সারা বিশ্বকে ওলোটপালোট করে দিয়েছিল। অনেক সময় অনেক দেশ নতুন পরিবর্তন মেনে নিতে অস্বীকার করেছে। একই রকম অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে রাতারাতি ১০ দিন অদৃশ্য হয়ে যায়।
advertisement
3/12
আসলে, আপনি যদি ১৫৮২ সালের ক্যালেন্ডারে অক্টোবর মাসটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে ১৫ অক্টোবর তারিখটি ৪ অক্টোবরের পরেই হঠাৎ এসে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়।
advertisement
4/12
এটা স্পষ্ট যে ১৫৮২ সালের অক্টোবরে আসলে গোটা মাসের মধ্যে ১০টি দিন কম ছিল। কিন্তু কেন এমন হয়েছিল জানেন? এই ১০ নিখোঁজ দিনের পিছনে রহস্য কি জানেন? এই ১০ দিন কে হঠাৎ উধাও করে দিল ক্যালেন্ডারের পাতা থেকে?
advertisement
5/12
বস্তুত আমরা আজ সারা বিশ্বে যে ক্যালেন্ডার ব্যবহার করি তাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। এটি ১৫৮২ সালে পোপ গ্রেগরি-১৩ এর নামে নির্মিত হয়েছিল। এর আগে, জুলিয়ান ক্যালেন্ডার সারা বিশ্বে ব্যবহৃত হত। এটি জুলিয়াস সিজারের নামে নির্মিত হয়েছিল।
advertisement
6/12
জানলে অবাক হবেন যে জুলিয়ান ক্যালেন্ডারে ১২ মাসের পরিবর্তে ছিল মাত্র ১১ টি মাস। এখনকার মতো ফেব্রুয়ারি মাসে ২৮ দিন থাকত সেই সময়। বাকি মাস ৩০ বা ৩১ দিন ছিল।
advertisement
7/12
জুলিয়ান ক্যালেন্ডার, যা সূর্যের গতিবিধির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, তাতে প্রতি বছর ১১ মিনিট এবং ১৪ সেকেন্ড কমানো হয়েছিল। ফলস্বরূপ, ক্যালেন্ডারটি প্রতি ৩১৪ বছরে প্রায় ১ দিন পিছিয়ে যাচ্ছিল।
advertisement
8/12
কেন জুলিয়ান ক্যালেন্ডার পরিবর্তনের প্রয়োজন ছিল?ইতিহাসের পাতা বলে, ১৬ শতকের মধ্যে, জুলিয়ান ক্যালেন্ডার ১০ দিন পিছিয়ে গিয়েছিল। এই ঘাটতি কাটিয়ে উঠতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করা হয়। আমেরিকান জ্যোতির্পদার্থবিদ এবং বিজ্ঞান যোগাযোগকারী নিল ডিগ্র্যাস টাইসন বলেন ওই ক্যালেন্ডারটির সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হল এইসময় ইস্টারের তারিখ গণনা করতে অসুবিধা হতে থাকা বার বার।
advertisement
9/12
সেইসময় Nicaea কাউন্সিল ৩২৫ সালে সিদ্ধান্ত নেয় যে প্রথম পূর্ণিমার পরে প্রথম রবিবার ইস্টার উদযাপন করা হবে। পরে ক্যালেন্ডার পিছিয়ে যাওয়ার কারণে, ইস্টারের তারিখ নির্ধারণ করা খুব কঠিন হয়ে পড়ে। তাই ক্যালেন্ডার সংস্কারের জন্য মধ্যযুগে পোপের কাছে অনেক প্রস্তাব পেশ করা হয়েছিল।
advertisement
10/12
কেন ক্যালেন্ডারে অক্টোবর থেকে ১০ দিন বাদ দেওয়া হয়েছিল?পোপ প্রস্তাবের উপর ভিত্তি করে কোনও পদক্ষেপ নেননি এবং ত্রুটিপূর্ণ জুলিয়ান ক্যালেন্ডারটি খ্রিস্টান চার্চের সরকারি ক্যালেন্ডার হিসেবে রয়ে যায়। পরে ট্রেন্ট কাউন্সিল ১৫৬২-৬৩ সালের অধিবেশনে একটি ডিক্রি পাস করে। এটি একটি সংশোধিত ক্যালেন্ডার বাস্তবায়নের মাধ্যমে ইস্টারের তারিখ নির্ধারণের সমস্যা সমাধানের জন্য পোপকে আহ্বান জানায় ফের।
advertisement
11/12
এরপরে সঠিক সমাধান খুঁজে পেতে এবং বাস্তবায়ন করতে দুই দশক সময় লেগে যায়। দুই দশকের পরামর্শ ও গবেষণার পর, পোপ গ্রেগরি XIII ১৫৮২ সালের ফেব্রুয়ারিতে পরিমার্জন-সহ একটি নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেন।
advertisement
12/12
এতে ৪ অক্টোবরের পর সরাসরি ১৫ অক্টোবর তারিখটি লিখে হারানো ১০ দিন পূর্ণ হয়। পোপের নামানুসারে এই নতুন ক্যালেন্ডারকেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mystery: ক্যালেন্ডার থেকে ভ্যানিশ দশ দশটি দিন...? বিশ্বজুড়ে তোলপাড়! কী হয়েছিল জানেন? শুনলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল