TRENDING:

নদীর নীচে রয়েছে হাজার খানেক শিবলিঙ্গ, প্রায় ৪০০ বছরের পুরনো এই স্থান

Last Updated:
কুরুক্ষেত্র যুদ্ধের পর নাকি এখানে নিজের হাজারটি চুল ফেলেছিলেন ভীম । তা থেকেই তৈরি হয়েছিল হাজারটি শিবলিঙ্গ।
advertisement
1/5
নদীর নীচে রয়েছে হাজার খানেক শিবলিঙ্গ, প্রায় ৪০০ বছরের পুরনো এই স্থান
• চলছে শ্রাবণ মাস । এই মাসকে মহাদেবের পুজোর মাস বলেই ধরা হয় । তাই শ্রাবণ মাসে কর্নাটকের এই ঐতিহাসিক স্থানে পূন্যার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো ।
advertisement
2/5
• এই জায়গার নাম সহস্রলিঙ্গ । সহস্রলিঙ্গেশ্বর মন্দিরও রয়েছে ওই এলাকায় । নেত্রবতী ও কুমারধারা নদীর মধ্যে অবস্থিত এই অদ্ভুত শিবলিঙ্গগুলি । নদীর জলের মধ্যেই এদের অবস্থান । শুধু শিবলিঙ্গই নয়, রয়েছে শিবের বাহন নন্দী-ভৃঙ্গীও ।
advertisement
3/5
• তবে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে নদীর জল কমে গেলেই এই লিঙ্গ গুলি দেখা যায় । বলা হয়, এগুলি সম্পূর্ণ ভাবে নিজে থেকে তৈরি হয়েছিল । কেউ তৈরি করেনি । কুরুক্ষেত্র যুদ্ধের পর নাকি এখানে নিজের হাজারটি চুল ফেলেছিলেন ভীম । তা থেকেই তৈরি হয়েছিল হাজারটি শিবলিঙ্গ ।
advertisement
4/5
• আর ইতিহাস বলে, সিরসির রাজা সদাসিব রায়ভর্মা এই শিবলিঙ্গ গুলি তৈরি করেছিলেন ১৬০০ শতকে ।
advertisement
5/5
• কর্ণাটকের সিরসি থেকে ১৪ কিমি দূরে অবস্থিত এই হিন্দু তীর্থ স্থান । প্রতি বছর মহাশিবরাত্রির দিন এখানে প্রচুর ভক্তসমাগম হয় ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
নদীর নীচে রয়েছে হাজার খানেক শিবলিঙ্গ, প্রায় ৪০০ বছরের পুরনো এই স্থান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল