প্রতি বছর প্রায় ৭ লাখ মানুষ মারে এই জীব, অথচ তার নিজের জীবন মাত্র ২৪ ঘণ্টার!
- Published by:Suman Majumder
Last Updated:
Most Dangerous Animal For Humans: ছোট্ট একটা জীব, প্রতি বছর প্রায় সাত লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়।
advertisement
1/6

অনেকেই ভাবেন, বাঘ-সিংহ সাক্ষাৎ মৃত্যুদূত। কিন্তু একটা ক্ষুদ্র জীব যে এত প্রাণঘাতী হতে পারে, তা কজন আন্দাজ করতে পারেন!
advertisement
2/6
রিপোর্ট বলছে, প্রতি বছর সারা বিশ্বে প্রায় দেড় লাখ মানুষ সাপের কামড়ে প্রাণ হারান। তবে তার থেকেও বেশি মানুষ প্রাণ হারান এক ছোট্ট জীবের কামড়ে।
advertisement
3/6
একটি প্রতিবেদন জানাচ্ছে, প্রতি বছর প্রায় ৬০ হাজার মানুষ কুকুরের কামড়েও প্রাণ হারান।
advertisement
4/6
এমন অনেক প্রাণী রয়েছে যাদের কামড়ে মানুষের প্রাণ যায়। তবে সেগুলির মধ্যে অনেক প্রাণী সেই ছোট্ট জীবের মতো ক্ষতিকারক নয়।
advertisement
5/6
মানব জাতির চরম ক্ষতি করে মশা। প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৭ লাখ মানুষ মশার কামড়ে প্রাণ হারান।
advertisement
6/6
endmalaria.org জানাচ্ছে, যে ক্ষুদ্র প্রাণীর আয়ু মাত্র ২৪ ঘণ্টা, সেটাই সারা বিশ্বে এত সংখ্যক মানুষের মৃত্যুর কারণ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
প্রতি বছর প্রায় ৭ লাখ মানুষ মারে এই জীব, অথচ তার নিজের জীবন মাত্র ২৪ ঘণ্টার!