Mobile: মোবাইল কিন্তু ইংরাজি শব্দ! এর বাংলা কী জানেন? ৮৫% লোকই ভুল বলেছেন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Mobile: বাংলা যে কোনও অনুবাদ থেকে এখন সাধারণ মানুষের কাছে মোবাইল শব্দটিই বেশি প্রচলিত হয়ে গিয়েছে
advertisement
1/6

কলকাতা: বর্তমান সময়ে মোবাইল নেই, এমন কাউকে খুঁজে পাওয়া কিন্তু বেশ মুশকিল। যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল ফোন। (প্রতীকী ছবি)
advertisement
2/6
কিন্তু এই 'Mobile' (মোবাইল) শব্দটি আদতে ইংরাজি শব্দ। এর বাংলা অর্থ তেমন ব্যবহার করা হয় না। অনেকেই এর বাংলা শব্দের সঙ্গে পরিচিতও নন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/6
'Mobile' শব্দটি ইংরাজি অর্থ হল ভ্রাম্যমান কিংবা চলমান। অনেকসময় আমরা মোবাইল ভ্যান শব্দটি শুনে থাকি। এর অর্থ চলন্ত গাড়ি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/6
কিন্তু 'Mobile' শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে মুঠোফোন। তবে এই শব্দটি সম্পর্কে তেমন কেউ পরিচিত নন। মুঠোফোন শব্দটির অর্থ হাতের মুঠোয় ব্যবহার করা যায়। সহজেই বহনযোগ্য যে ফোন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/6
এই শব্দটি তেমন ব্যবহার না করা হলেও, কবি নির্মলেন্দু গুণ একসময়ে তাঁর একটি কবিতায় মুঠোফোন শব্দটি ব্যবহার করেছেন। তবে অনেক বাংলা ব্লগে মোবাইল ফোনের বাংলা হিসাবে 'চলভাষ' শব্দটি ব্যবহার করা হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/6
কিন্তু এই শব্দটির সঙ্গে সাধারণ মানুষ আরও পরিচিত নন। গম্ভীর শব্দ হওয়ায় এর ব্যবহার খুবই কম বলা যায়। তবে বাংলা যে কোনও অনুবাদ থেকে এখন সাধারণ মানুষের কাছে মোবাইল শব্দটিই বেশি প্রচলিত হয়ে গিয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)