TRENDING:

GK: স্বাস্থ্যের জন্য খুবই উপকারী! কিন্তু মোচার ইংরেজি জানে না অনেকেই! বলুন তো দেখি

Last Updated:
What Is The English Name Of Banana Flower Or Mocha: বাঙালির রান্না ঘরে সুস্বাদু ও উপকারী রান্নাগুলির মধ্যে অন্যতম হবল মোচা। মোচার ঘণ্ট হোক বা মোচার চপ, কলার ফুল দিয়ে তৈরি এই খাবারগুলি জিভে জল আনে সকলের।
advertisement
1/6
স্বাস্থ্যের জন্য খুবই উপকারী! কিন্তু মোচার ইংরেজি জানে না অনেকেই! বলুন তো দেখি
বাঙালির রান্না ঘরে সুস্বাদু ও উপকারী রান্নাগুলির মধ্যে অন্যতম হবল মোচা। মোচার ঘণ্ট হোক বা মোচার চপ, কলার ফুল দিয়ে তৈরি এই খাবারগুলি জিভে জল আনে সকলের।
advertisement
2/6
শুধু সুস্বাদু ও রকমারি পদের জন্যই মোচার গুণও অনেক। মোচা বহু কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে বলে মনে করা হয়। মোচার মধ্যে রয়েছে ভিটামিন সি, এ, ই, ফাইবার এবং পটাসিয়াম।
advertisement
3/6
ডায়াবেটিস, রক্তাল্পতা, ডিপ্রেশন, অ্যালজাইমা, যে কোনও ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে, হজম সমস্যা দূর করতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে মোচা খুবই উপকারি বলা হয়।
advertisement
4/6
বিশেষত পূর্ব ও দক্ষিণের রাজ্যগুলিতে এই মোচার চল বেশি। সুতরাং বাঙালিরাও এই মোচা সম্পর্কে ভালই অবগত।তবে মোচার সম্পর্কে এমন একটি বিষয় রয়েছে যা অনেকের কাছেই অজানা।
advertisement
5/6
মোচার ইংরেজি কিন্তু অনেকের কাছেই অজানা। মোচাকে চলতি ইংরেজিতে অনেকেই Bnana Flower বলে থাকে। এটি পুরোপুরি ভুল না হলেও মোচার নির্দিষ্ট ইংরেজি নাম রয়েছে।
advertisement
6/6
এবার আসা যাক উত্তরে। কলা গাছের ফুল বা মোচার ইংরেজি নাম হল প্লান্টেইন ফ্লাওয়ার (Plantain Flower)। তাহলে এবার আপনিও অন্যদের জিজ্ঞেস করতেই পারেন মোচার সঠিক ইংরেজি কী বলুন তো।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: স্বাস্থ্যের জন্য খুবই উপকারী! কিন্তু মোচার ইংরেজি জানে না অনেকেই! বলুন তো দেখি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল