Bangladesh Hilsa Export: আসছে পদ্মার ইলিশ! পুজোর আগে এখানে মিনিমাম দাম কত হবে বাংলাদেশের ইলিশের? খুব বেশি টাকা খসবে না তা হলে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh Hilsa Export: পদ্মার ইলিশের দাম এবার কেজি প্রতি অন্তত ১৮০০-২০০০ টাকার বেশিই হবে। বাংলাদেশের ইলিশের দাম এখানে বাজারভেদে পরিবর্তন হবে। ফলে পুজোর একটা দিন ইলিশ খেতে হলে আপনাকে বেশ অনেকটা টাকা খসাতে হবে।
advertisement
1/6

দুর্গাপুজোর মুখেই সুখবর! ভারতে ইলিশ রফতানির অনুমতি দিল বাংলাদেশ সরকার। তবে এবারের কোটা গতবারের তুলনায় অনেকটাই কম। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে সর্বোচ্চ ১,২০০ টন ইলিশ পাঠানো হবে। উল্লেখ্য, ২০২৪ সালে পুজোর আগে ২,৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।
advertisement
2/6
বাংলাদেশের ইলিশ। এটুকু শুনলেই হয়তো জিভে জল আসতে পারে! পদ্মার ইলিশের স্বাদ যাঁরা পেয়েছেন তাঁরাই জানেন। এই ইলিশের স্বাদ এমনই যে একবার খেলে ভোলা সম্ভব নয়। তবে এখন পদ্মার ইলিশ একটি বিরল জিনিস। সবার পাতে তা পড়ে না।
advertisement
3/6
এখন প্রশ্ন হল, বাংলাদেশের ইলিশের দাম এখানে কত হবে! এমনিতেই এত কম পরিমাণ ইলিশ আসছে এদেশে। ফলে দাম যে চড়া হবে, তা আন্দাজ করাই যায়। কিন্তু দাম ঠিক কত টাকা হবে! তা নিয়ে এখনও অনেকের মনে প্রশ্ন রয়েছে।
advertisement
4/6
শোনা যাচ্ছে, এবছর ইলিশ রফতানির জন্য কেজি প্রতি মিনিমাম ১২.৫০ মার্কিন ডলার দাম স্থির করা হয়েছে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ১২০০ টাকা। তার সঙ্গে একাধিক কর তো রয়েইছে। রপ্তানিকারীদের নতুন করে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দফতরে। আর আবেদনের শেষ দিন ১১ সেপ্টেম্বর।
advertisement
5/6
ফলে বুঝতেই পারছেন যে পদ্মার ইলিশের দাম এবার কেজি প্রতি অন্তত ১৮০০-২০০০ টাকার বেশিই হবে। বাংলাদেশের ইলিশের দাম এখানে বাজারভেদে পরিবর্তন হবে। ফলে পুজোর একটা দিন ইলিশ খেতে হলে আপনাকে বেশ অনেকটা টাকা খসাতে হবে।
advertisement
6/6
জানা যাচ্ছে, দুর্গাপুজো থেকে কালীপুজো, ভাইফোঁটা পর্যন্ত রাজ্যের বাজারে ইলিশের জোগান থাকবে। প্রথমে ইলিশের দাম থাকবে চড়া। তবে কিছুদিন পর থেকে ইলিশের দাম একটু কমতে পারে। তবে তা ১৫০০-১৭০০ টাকার কমে হবে না। জানা যাচ্ছে, ৭০০ থেকে ১২০০ গ্রামের মাছ এবার আসবে বেশি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangladesh Hilsa Export: আসছে পদ্মার ইলিশ! পুজোর আগে এখানে মিনিমাম দাম কত হবে বাংলাদেশের ইলিশের? খুব বেশি টাকা খসবে না তা হলে!