TRENDING:

Snake: এক এক করে যুবককে দশবার কামড়! সারারাত দেহ পাহারা দিল সাপ! হতবাক পরিবার যা বলল...! সাংঘাতিক

Last Updated:
Snake Bite Viral News: মিকির দেহ একটু নাড়াচাড়া করতেই তাঁর দেহের নিচ থেকে একটি সাপ বেরিয়ে আসে। তার শরীরের ১০ জায়গায় সাপের কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। এরপরই পরিবারের লোকজন হট্টগোল শুরু করে।
advertisement
1/6
এক এক করে যুবককে দশবার কামড়! সারারাত দেহ পাহারা দিল সাপ! হতবাক পরিবার যা বলল...! সাংঘাতিক
*মেরঠের বাহসুমা থানা এলাকার আকবরপুর সাদাত গ্রামে সাপের কামড়ে মৃত্যু হল অমিত ওরফে মিকির। বছর পঁচিশের অমিতকে দু'বার নয়, ১০ বার সাপে কামড়েছে। তার শরীরের ১০ স্থানে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, সারারাত অমিতকে কামড়ানোর পরও সাপটি তার কাছ থেকে দূরে সরে যায়নি, বরং লাশের নিচে বসেছিল। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*সকালে পরিবারের সদস্যরা মৃতদেহ সরানোর সময় সাপটিকে নিচে দেখতে পান। পরে এক মাদারিকে ডাকা হয় সাপটিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এরপর পরিবারের সদস্যরা অমিতকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেও ততক্ষণে অমিত মারা গিয়েছেন। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*অমিত ওরফে মিকি বসুমার বাসিন্দা। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বিবাহিত মিকি তিন সন্তানের বাবা। পরিবারের সদস্যরা কান্নাকাটি করছেন, অবস্থা খারাপ। গ্রামবাসীরা জানিয়েছেন, অমিত শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবারও তিনি শ্রমিকের কাজ করে রাত ১০টা নাগাদ বাড়ি ফেরেন। বাসায় ফিরে খাবার খেয়ে ঘুমিয়েও পড়েন। এরপর ভোর সাড়ে ৫'টা নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে ডাকলে সাড়া পাননি। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*পরিবারের সদস্যদের দাবি, মিকির দেহ একটু নাড়াচাড়া করতেই তাঁর দেহের নিচ থেকে একটি সাপ বেরিয়ে আসে। তার শরীরের ১০ জায়গায় সাপের কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। এরপরই পরিবারের লোকজন হট্টগোল শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*মহম্মদপুর সিখেদা থেকে এক সাপুড়েকে ডাকা হয়। তিনি এসে সাপটিকে ধরে নিয়ে যান। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ। পরিবার প্রথমে অমিতকে হাসপাতালে নিয়ে যায় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*তাড়া খেয়েও সাপটি সরে যায়নি। অমিতকে ১০ বার কামড়ায়। সারারাত লাশের নিচে বসেছিল। পরিবারের সদস্যরা আরও চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা বলছেন, সাপটিকে সরানোর চেষ্টা করা হলেও সাপটি তার জায়গা থেকে নড়েনি। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake: এক এক করে যুবককে দশবার কামড়! সারারাত দেহ পাহারা দিল সাপ! হতবাক পরিবার যা বলল...! সাংঘাতিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল