TRENDING:

Sixth Mass Extinction: মহাপ্রলয়! ক্রমেই শূন্য হবে অক্সিজেন, জল বিষাক্ত এই ভাবেই ঘনিয়ে আসছে মহাবিনাশ, নিরন্তর সমীক্ষায় ভয়ানক দাবি

Last Updated:
Sixth Mass Extinction: ছাড় পাবেনা কেউ কোনও ভাবেই
advertisement
1/23
মহাপ্রলয়! ক্রমেই শূন্য হবে অক্সিজেন, জল বিষাক্ত এই ভাবেই ঘনিয়ে আসছে মহাবিনাশ
আজ থেকে কোটি বছর আগে প্রলয় হয়েছিল ৷ এরফলে সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডায়নাসোর ৷ সেই ঘটনার ফলে পঞ্চম সামুদ্রিক বিনাশ হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/23
বর্তমানে এই চর্চা চলছে সেই ভয়ঙ্কর প্রভাব আবার ফিরতে চলেছে ৷ ফের মহাপ্রলয় হতে চলেছে ৷ একে ডুস ডেও বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/23
ষষ্ঠ মহাবিনাশ শুধুই জীবনজন্তু সহ বিভিন্ন প্রাণীই নয় মানুষও হতে পারে শেষ ৷ একটি বিজ্ঞান সংক্রান্ত রিপোর্টে জানতে পারা গিয়েছে ষষ্ঠ মহাবিনাশে জল ও অক্সিজেনের অভাব দেখা দিতে পারে, অন্তত এমনই সম্ভাবনা বলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/23
হিন্দুশাস্ত্র মতে যখন যখন প্রলয় দেখা দিয়েছে তখনই বিভিন্ন অবতারে বিধাতার আবিভার্ব হয়েছে ৷ এমন ঘটনা অতীতে এটি ঠিক ভাবে বলা যায়না ৷ তবে বিজ্ঞান সূত্রে খবর এর আগে মহাপ্রলয় বা সামুদ্রিক প্রলয় পাঁচবার হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/23
অর্থাৎ পূর্বজ পাঁচবার মহাপ্রলয় সামলেছেন ৷ এমন সময় হয়েছে একসঙ্গে পুরোপুরি প্রজাতি পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/23
মহাবিনাশের দিনে মহাপ্রলয় হয়েছে ৷ পৃথিবীর ধ্বংস, মহাপ্রলয়, পৃথিবীর শেষ মানব জাতির অস্থিত্ব সঙ্কট দেখা দিয়েছে ৷ এটিই হল এক ভয়াবহ ঘটনা ৷ বৈজ্ঞানিকেরা মনে করেন পৃথিবীতে প্রথম প্রলয় দেখা দিয়েছিল সেখানে ৪৪ কোটি তিরিশ লক্ষ্য বছর আগে প্রলয় শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/23
একটি সমীক্ষায় দাবি করা হয়েছে পৃথিবীতে যত জল আছে তা বরফে পরিণত হবে ৷ প্রথম মহাপ্রলয়ের পরে পৃথিবীতে থাকা সমস্ত জীবজন্তু সামুদ্রিক ঠান্ডায় মৃত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/23
এই সময়ে ৮৬ প্রজাতি শেষ হয়েছে ৷ যারা বেঁচে গিয়েছে ৷ নতুন জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়েছে ৷ ২০১৭ সালে কারেন্ট বায়োলজি জার্নালে জানতে পাওয়া গিয়েছে প্রথম মহাপ্রলয় সম্পর্কে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/23
পশ্চিমী দেশের মিডিয়া রিপোর্টে জানতে পারা গিয়েছে পৃথিবীতে দ্বিতীয় প্রলয় ৩৬ বছর আগে শুরু হয়েছিল ৷ তবে সঠিক সময় সম্বন্ধে বিশেষ কোনও ভাবে জানা গিয়েছে ৷ হঠাৎ করে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/23
মনে করা হয় জ্বালামুখী হঠাৎ সক্রিয় হওয়ার পরে অক্সিজেন স্তর কম হয়ে থাকে ৷ এটি অত্যন্ত ভয়ানক সেই সময়ে ৭৫%-রও বেশি প্রজাতি শেষ হয়ে গিয়েছে ৷ বেশ কিছু মাছ ও প্রবাল ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/23
মহাবিনাশের পরে অ্যাম্ফিবিয়ন রেষ্টাইল মেমল ভাগ করা শুরু করে দিয়েছে ৷ তৃতীয় প্রলয় অর্থাৎ মহাবিনাশকে বিজ্ঞানীরা অ্যান্ড পমিওন নাম দিয়েছেন ৷ একে চারকোল গ্যাপ নামেও অভিহিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/23
প্রায় ২৫ কোটি বছর আগে সাইবেরিয়ায় একটি জ্বালামুখী যখন ফাটতে শুরু করেছে সেই সময়ে আকাশে বাতাসে অ্যাসিড ছড়িয়ে পড়তে শুরু করে ৷ ওজনস্তর ফেটে গিয়েছিল ৷ এরপরেই পৃথিবীতে অতি বেগুনি রশ্মি তাণ্ডব সৃষ্টি করেছে ৷ তখন জঙ্গল ভস্ম হয়েছে বিভিন্ন প্রজাতি শেষ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/23
চতুর্থবার পৃথিবীতে মহাপ্রলয় বা মৃত্যুর তাণ্ডব ২১ বছর আগে সমস্যা সৃষ্টি করেছিল ৷ এইবারে লাগাতার মহাপ্রলয় জ্বালামুখী পৃথিবীতে কোন কোন স্তরে প্রস্তুত ছিল ৷ ডায়নাসোর ও কুমিরের বিশেষ প্রজাতি নিজেদের রক্ষা করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/23
পঞ্চম সামুদ্রিক বিনাশকে অ্যান্ড উিটেশিওস নাম দেওয়া হয়েছে ৷ অ্যাস্টোরয়েড পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ বিজ্ঞানীরা মনে করেন ঠিক এই সময়েই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল ডায়নাসোর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/23
প্রায় ৬ কোটি বছর আগে এই বিষয় নিয়েই নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে ৷ এটি সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এই প্রলয় নিয়েই নানান ধরনের অধ্যয়ন শুরু হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/23
বৈজ্ঞানিকেরা মনে করেন সেই সময়ে এস্টেরয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছে ৷ সেই ধাক্কা এতটাই ভয়ঙ্কর যে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল? এই নিয়ে অনেক বিষয়ই বলা হয়ে থাকে ৷ সেখানে অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রকাশ্যে এসেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/23
এই কারণেই ডায়নাসোরের মত শক্তিশালী প্রজাতি শেষ হয়ে গিয়েছে? কার্বন ডাই অক্সাইড ক্রমেই বাড়তে চলেছে, অক্সিজেনের স্তর একদম নীচে পৌঁছে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/23
এখন প্রশ্ন হল যে ষষ্ঠ মহাবিনাশ, যার বিষয়টি বলা হচ্ছে এই বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন এবার কী হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর ১৯৯০ সালে একটি বিখ্যাত জীবাশ্ম বিজ্ঞানী রিচার্ড লিকে হুঁশিয়ারি দিতে গিয়ে জানিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/23
এই বিনাশ নিয়ে বলতে গিয়ে জানা গিয়েছে ষষ্ঠ বিনাশের জন্য মানুষই দায়ি ৷ পৃথিবীতে মহাপ্রলয় শুরু করেছে পৃথিবীতে পাঁচটি মহাবিনাশ ঘটনা শুরু হয়েছে ৷ প্রকৃতি মার খেয়ে গিয়েছে ৷ মানুষের গতিবিধি অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
20/23
ভারতের বেশ কয়েকটি শহরে গণনা পৃথিবীকে দূষিত করেছে ৷ কিছুদিন আগের রিপোর্টে জানতে পারা গিয়েছে ২০২২ মানুষেরা ইতিহাসের রূপে কার্বন ডাই অক্সাইড ও অত্যন্ত বিষাক্ত গ্যাস বিগত সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
21/23
হিমবাহ ক্রমশ গলতে শুরু করেছে ৷ প্রলয় ছাড়াই পৃথিবী থেকে বেশ কিছুব প্রয়োজনীয় উপাদান গায়েব হয়ে গিয়েছে যার গতিবেগ প্রায় ১০০ গুণ বেড়েছে ৷ মানুষের কার্যকলাপের ফলে জীব জন্তুরা বিনাশের মুখোমুখি হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
22/23
প্রসেসিং অফ ন্যাশন্যাল অ্যাকাডেমি অফ সায়েন্সে কর্মরত এক বিজ্ঞানী আগামী বিনাশ অর্থাৎ ষষ্ঠ বিনাশ হ্যালোসিন নাম দিয়েছে ৷ এই ঘটনাই ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ ষষ্ঠ মহাবিনাশের ফলে জল অত্যন্ত রকমের গরম হয়ে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
23/23
জলে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে ৷ এর কারণেই মানুষ, সামুদ্রিক জীবজন্তুর মৃত্যু হতে শুরু করেছে ৷ এখনও জানতে পারা যায়নি যে আগামী প্রলয় কবে হবে ৷ বেশ কিছু বিশেষজ্ঞ দাবি করেছেন অ্যাডভান্সড স্যাচুরেশন সংস্থার প্ল্যানেটরির পক্ষ থেকে জানতে পারা গিয়েছে এই দিক থেকে বলা যেতে পারা যায় যে নানান ধরনের দাবি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Sixth Mass Extinction: মহাপ্রলয়! ক্রমেই শূন্য হবে অক্সিজেন, জল বিষাক্ত এই ভাবেই ঘনিয়ে আসছে মহাবিনাশ, নিরন্তর সমীক্ষায় ভয়ানক দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল