ছাদনাতলায় কনে আসতেই...! মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গেল বরের, মণ্ডপ ছেড়ে হঠাৎ দে দৌড়! সবার চক্ষুচড়কগাছ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Marriage Viral Story: এই মরশুমে নানা রকমের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনও সেই সব ছবিতে উঠে আসছে বিয়েবাড়িরই দুর্দান্ত মিষ্টি সব মুহূর্ত, তো কখনও আবার এমন দৃশ্য বা ঘটনা সামনে আসছে যা চোখ ছানাবড়া করে দিচ্ছে নেটিজেনদের।
advertisement
1/13

বিয়ের মরশুম চলছে। সেই ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী মার্চ-এপ্রিল। ভারতীয়দের বিভিন্ন উৎসবের মতোই জমিয়ে চলছে বিয়ের অনুষ্ঠান। এক বিয়ের পাত ছেড়ে উঠতে না উঠতেই অন্য বিয়ের নিমন্ত্রণে ছুটছে মানুষ।
advertisement
2/13
আর এই মরশুমে নানা রকমের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনও সেই সব ছবিতে উঠে আসছে বিয়েবাড়িরই দুর্দান্ত মিষ্টি সব মুহূর্ত, তো কখনও আবার এমন দৃশ্য বা ঘটনা সামনে আসছে যা চোখ ছানাবড়া করে দিচ্ছে নেটিজেনদের।
advertisement
3/13
মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সেইসব ভিডিও ও ঘটনার গল্প। আজ এই প্রতিবেদনে তেমনই এক বিয়েবাড়ির ঘটনা শেয়ার করব, যা শুনলে আপনিও স্থির থাকতে পারবেন না।
advertisement
4/13
বিয়েবাড়ি সংক্রান্ত এই মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি চরম ভাইরাল হচ্ছে। এতে বরকে দেখা যায় হঠাৎই বিয়ের আসর ছেড়ে পালাতে শুরু করে সে।
advertisement
5/13
ভিডিওতে দেখা যায়, পাগড়ি খুলে মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন বর। কিন্তু কেন? দিব্যি বিয়ে করতে এসে হঠাৎ হলটা কী? দেখে তো বরের এই কাণ্ডে সবাই অবাক।
advertisement
6/13
কিছু লোক তাঁকে প্রবোধ দিয়ে বোঝানোর চেষ্টা করে, এবং তাঁরা এও জিজ্ঞাসা করেন কেন হঠাৎ তিনি এমন করছেন? শুনে বর যা উত্তর দেয় তা শুনে তো উপস্থিত সকলের চক্ষু চড়কগাছ।
advertisement
7/13
বর বাবাজি সাফ জানান তিনি এই বিয়ে করতে পারবেন না। "আমি এ বিয়ে করব না, কারণ পাত্রী পাল্টে দেওয়া হয়েছে।" তার কথা শুনে বিয়ের মণ্ডপের পরিবেশ মুহূর্তের মধ্যে বিগড়ে যায় এবং সবাই হতবাক হয়ে যান।বর বাবাজি সাফ জানান তিনি এই বিয়ে করতে পারবেন না। "আমি এ বিয়ে করব না, কারণ পাত্রী পাল্টে দেওয়া হয়েছে।" তার কথা শুনে বিয়ের মণ্ডপের পরিবেশ মুহূর্তের মধ্যে বিগড়ে যায় এবং সবাই হতবাক হয়ে যান।
advertisement
8/13
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বর বলেন, এই কনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বরের এই কথায় মুহূর্তের মধ্যে বিয়ের পরিবেশ পুরোপুরি বদলে যায়। মণ্ডপে বসে থাকা লোকজন বিস্মিত ও বিচলিত হয়ে পড়েন।
advertisement
9/13
আসলে এমন যে ঘটে থাকতে পারে তা তাঁরা কেউ কল্পনাও করতে পারেননি। বরের একগুঁয়েমির কারণে বিয়ের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে অন্য রূপ নেয়। টেনশনে পড়ে যায় দুই পরিবারের মানুষজন।
advertisement
10/13
সবাই বোঝানোর চেষ্টা করেন যে বর সম্ভবত ভুল করছেন। আদতে সবকিছু ঠিকই আছে। কিন্তু ভবি ভোলাবার নয়। বর তার কথায় অবিচল থাকেন এবং বিয়ে করতে সম্পূর্ণ অস্বীকার করেন। মুহূর্তটি সবার জন্যই ছিল চমকে দেওয়া।
advertisement
11/13
যদিও এই ভিডিওটি ভাল করে দেখলে মনে হচ্ছে এটি কোনও ধরনের প্র্যাঙ্ক হতে পারে। বরের এই অদ্ভুত আচরণ সম্ভবত বিয়ের পরিবেশে বিনোদনের জন্যই করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভিডিওটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
advertisement
12/13
কেউ কেউ এটিকে হাস্যকর মনে করছেন, আবার কেউ কেউ সত্যি ঘটনা ভেবে কনের জন্য আফসোস প্রকাশ করছেন। কেউ আবার বিয়ের অনুষ্ঠানে এক অন্যরকম কৌতুক বলে সমালোচনাও করেছেন ঘটনার।
advertisement
13/13
তবে তুমুল ভাইরাল এই ঘটনা প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়াতে যে কোনও কিছুই ঘটতে পারে। আবার এও মনে হচ্ছে যে কখনও কখনও মানুষ খ্যাতি অর্জনের জন্য অদ্ভুত জিনিসগুলি করতেও পিছপা হয় না। ভাইরাল_কা_টাডকা নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ছাদনাতলায় কনে আসতেই...! মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গেল বরের, মণ্ডপ ছেড়ে হঠাৎ দে দৌড়! সবার চক্ষুচড়কগাছ!