নিজে ২৩-এ বিয়ে করেছেন, আর উপদেশ দিচ্ছেন দেরিতে বিয়ে করার! সেলেব্রিটির মন্তব্য চরমে বিতর্ক, কী বলে বিজ্ঞান?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মহিলাদের দেরি করে বিয়ে করা উচিত বলে মন্তব্য করায় সংবাদ শিরোনামে উঠে এসেছেন রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিডেলা।
advertisement
1/7

মহিলাদের দেরি করে বিয়ে করা উচিত বলে মন্তব্য করায় সংবাদ শিরোনামে উঠে এসেছেন রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিডেলা।
advertisement
2/7
তিনি নিজে ২৩ বছরে অভিনেতা রাম চরণকে ২০১২ সালে বিয়ে করলেও আইআইটি হায়দরাবাদে 'ফিনান্সিয়াল ফ্রিডম' নামক এক অনুষ্ঠানে পড়ুয়াদের দেরিতে বিয়ে করার পরামর্শ দেন। এরপর থেকেই শুরু হয়েছে শোরগোল।
advertisement
3/7
নিজের বক্তব্যের প্রেক্ষিতে উপাসনা নিজের সোশ্যাল হ্যান্ডেলেও সওয়াল করেন। তিনি ডিম্বাণু জমিয়ে রাখার পরামর্শ দেন। তিনি লেখেন, "মহিলাদের সবথেকে বড় ইনস্যুরেন্স হল তাঁরা নিজেদের ডিম্বাণু জমিয়ে রেখে দিতে পারেন। তাই নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কখন বিয়ে করবেন। কখন বাচ্চা নিতে প্রস্তুত হবেন। আর্থিকভাবে স্বাধীন হলে তবেই আপনি বাচ্চা নিতে প্রস্তুত হতে পারেন।"
advertisement
4/7
তাঁর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। একটি ম্যাট্রিমনিয়াল সাইটের সিইও এস অনিল কুমার বলেন, "৩০-এর পরেও যারা বিয়ে করেননি, তাঁরা অনেক সময়েই মানসিক উদ্বেগ ভোগেন। তাঁরা অনুশোচনা করেন কেন দেরিতে বিয়ে করলাম।"
advertisement
5/7
এই প্রসঙ্গে স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজেশ পারিখ আইভিএফ এবং ডিম্বাণু সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে তিনি বলেন, "আপনার ব্যাঙ্কে যদি কোটি কোটি টাকা থাকে তবে আপনার কাছে এই ধরনের বিষয়গুলি সহজলভ্য হতে পারে।
advertisement
6/7
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "আইভিএফ করো বা ডিম্বাণু সংরক্ষণ করো এইগুলো বলা যত সহজ। করা ঠিক ততটাই ব্যয়বহুল। বহুক্ষেত্রেই তা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে।"
advertisement
7/7
এই প্রসঙ্গে ডাঃ পারেখ আরও জানান, মূলত যে সকল নারীদের বয়স ২০-এর কোঠায় তাদের সন্তানধারণ ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। ৩০-এর পরে তা কমতে শুরু করে। ৪০ বছরে শেষে তা অত্যন্ত কমে যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
নিজে ২৩-এ বিয়ে করেছেন, আর উপদেশ দিচ্ছেন দেরিতে বিয়ে করার! সেলেব্রিটির মন্তব্য চরমে বিতর্ক, কী বলে বিজ্ঞান?