TRENDING:

রাখী পরানোর সময় এই মন্ত্রটি না বললে কিন্তু পুরোটাই মাটি ! পাবেন না কোনও সুফল

Last Updated:
advertisement
1/8
রাখী পরানোর সময় এই মন্ত্রটি না বললে কিন্তু পুরোটাই মাটি ! পাবেন না কোনও সুফল
সারা বছর ধরে ভাই-বোনেরা অপেক্ষা করে বসে থাকেন দুটি দিনের জন্য ৷ একটি হল-‘ভাইফোঁটা’এবং দ্বিতীয়টি হল-‘রাখি বন্ধন’ ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
2/8
ভাইয়ের মঙ্গল কামনায় বোন কিংবা দিদি তাদের হাতে পবিত্র সুতো বেঁধে দেন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/8
পুরাণ এবং বিভিন্ন পৌরাণিক বই ঘেঁটে দেখলে জানা যায় যে, ‘রাখি বন্ধন’ উৎসবটি হাল আমলের নয় ৷ সেই বৈদিক যুগ থেকেই এই উৎসব চলে আসছে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
4/8
শুক্লযজুর্বেদ মন্ত্র অনুসারে ‘রাখি বন্ধন’ উৎসবের আগে শ্রাবণ পূর্ণিমার দগিন ব্রহ্মঋষিদের উদ্দেশে তর্পণ করার পরম্পরা চলে আসছে ৷ আর গুরু পরম্পরার প্রথা অনুযায়ী ওই দিন সনাতন ধর্মী মানুষজন এবং বৈদিক গুরুরা নিজের শিষ্যদের সঙ্গে সমুদ্র, নদী কিংবা সরোবরের পাশে বসে তাঁর আত্মশুদ্ধি করেন ৷ আর সেই হেতু তাঁদের হাতে পরিয়ে দেন একটি পবিত্র সুতো ৷ সে নিয়ম তো বহু যুগ ধরে চলে আসছে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
5/8
এখন সেই উৎসব শুধু ভাই এবং বোনেদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলেই বহুল প্রচারিত ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
6/8
তবে অনেকেই ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন ৷ কিন্তু কেউ কোনও মন্ত্রোচ্চারণ করেন না ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
7/8
কিন্তু শাস্ত্রমতে, ভাইয়ের হাতে রাখি পরানোর সময় ‘ওঁ ত্রায়ুষম জমদগ্রে: কশ্যপস্য ত্রায়ুষম ৷ য়হেবেষু ত্রায়ুষম তন্ত্রো অস্তু ত্রায়ুষম ৷৷’এই মন্ত্রের জপ করা উচিত ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
8/8
আর এই মন্ত্রটি জপ করলে ভাইয়ের মঙ্গল হয় ৷ একই সঙ্গে ভাইয়ের শ্রীবৃদ্ধিও ঘটে ৷ ছবি সৌজন্যে: দেবমাল্য দাস ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রাখী পরানোর সময় এই মন্ত্রটি না বললে কিন্তু পুরোটাই মাটি ! পাবেন না কোনও সুফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল