Age Loss: ৯৩ দিন মহাসাগরের নিচে, এক ধাক্কায় ১০ বছর বয়স কমল নৌসেনা অফিসারের! শরীরে আজব পরিবর্তন ঘিরে চাঞ্চল্য
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Weird News: যা ঘটে নৌ অফিসারের সঙ্গে তা বিজ্ঞানীদের অবাক করে দেয়৷ আটলান্টিক মহাসাগরের গভীরে তিন মাসের বেশি সময় থাকার পর যখন তিনি বেরিয়ে আসেন, দিতুরির বয়স ১০ বছর কমে গিয়েছে।
advertisement
1/5

সমুদ্রের নিচে ৩ মাস কাটিয়ে ১০ বছর বয়স কমে গেল এক নৌবাহিনীর অফিসারের৷ একটি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিন মাসের বেশি জলের নিচে থাকতে বলা হয়েছিল অবসরপ্রাপ্ত নৌ কর্তা জোসেফ দিতুরিকে। বিজ্ঞানীরা গবেষণায় জানতে চেয়েছিলেন যে চাপযুক্ত পরিবেশে জলের নিচে বসবাসের ফলে মানবদেহে কী প্রভাব পড়ে। এতেই উঠে আসে চমকপ্রদ তথ্য৷
advertisement
2/5
যা ঘটে নৌ অফিসারের সঙ্গে তা বিজ্ঞানীদের অবাক করে দেয়৷ আটলান্টিক মহাসাগরের গভীরে তিন মাসের বেশি সময় থাকার পর যখন তিনি বেরিয়ে আসেন, দিতুরির বয়স ১০ বছর কমে গিয়েছে। ডাক্তারি পরীক্ষার পর দেখা গিয়েছে, দিতুরির টেলোমেরেস তিন মাস আগের তুলনায় ২০ শতাংশ বেশি হয়েছে। Telomeres হল DNA এর আবরণ যা ক্রোমোজোমের প্রান্তে পাওয়া যায় এবং যার দৈর্ঘ্য বয়সের সঙ্গে কমে যায়।
advertisement
3/5
লম্বাটে টেলোমেরেস ছাড়াও, ডেটুরির স্টেম সেলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ তারও খুব ভাল ঘুম হতে লাগল। কোলেস্টেরলের মাত্রা ৭২ পয়েন্ট কমে গিয়ে এবং শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ অর্ধেক হয়ে যায়। চিকিৎসকরা বলছেন যে জলের ভিতরে চাপের কারণে এই পরিবর্তনগুলি ঘটেছে, যা শরীরে নানাভাবে উপকার করে৷ দিতুরি পরে ব্যাখ্যা করেছেন কেন মানুষের এমন অভিজ্ঞতার প্রয়োজন হয়।
advertisement
4/5
এমন জায়গা যেখানে বাইরের বিশ্বের সঙ্গ কোনও যোগাযোগ নেই। মানুষকে এখানে দুই সপ্তাহের ছুটিতে পাঠানো উচিত, যেখানে তারা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন, এমনকী শারীরিক নানা পরিবর্তন ঘটতে পারে। হাইপারবারিকের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনও নিশ্চিত করা উচিৎ৷
advertisement
5/5
হাইপারবারিক ওষুধ মানে উচ্চ চাপের অবস্থায় অক্সিজেন দেওয়া। দিতুরি বলেন যে তিনি তার বিপাকের অনেক উন্নতিও দেখেছেন। তিনি জানান, জলের নিচে থাকার সময় তিনি সপ্তাহে পাঁচ দিন শুধুমাত্র ব্যায়াম ব্যান্ডের সাহায্যে এক ঘণ্টার বেশি ব্যায়াম করতেন। ৯৩ দিনের প্রচেষ্টায়, জোসেফ দিতুরি আরও একটি বড় কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়াও জলের নিচে বেশিদিন থাকার রেকর্ডও গড়েছেন তিনি৷ এর আগে ৭৩ দিন জলের তলায় থাকার রেকর্ড ছিল৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Age Loss: ৯৩ দিন মহাসাগরের নিচে, এক ধাক্কায় ১০ বছর বয়স কমল নৌসেনা অফিসারের! শরীরে আজব পরিবর্তন ঘিরে চাঞ্চল্য