Makar Sankranti 2022: সংক্রান্তির দিন ভুলেও এই কাজগুলি করবেন না, গোটা বছর টাকার অভাবে ভুগতে হবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সংক্রান্তির দিন কিছু নিয়ম মেনে চলতে বলছে জ্যোতিষশাস্ত্র! শাস্ত্রমতে, এদিন ভুলেও এই কাজগুলি করবেন না, গোটা বছর অভাব পিছু ছাড়বে না, রোজগার অপ্রত্যাশিতভাবে কমে যাবে, ব্যবসায় একের পর এক ক্ষতির সম্মুখীন হবে, সংসারে অশান্তি লেগেই থাকবে!
advertisement
1/6

পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রে এটি একটি ‘ক্ষণ’। এই দিন সুর্যদেব তার কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে। এদিন, নতুন ফসল যেমন— নতুন চাল, খেজুরের গুড়, দুধ দিয়ে নানা পদ তৈরি করে ভগবানের উদ্দেশে নিবেদন করে উৎসবের সূচনা হয়। বাড়িতে বাড়িতে মহিলারা নানা ধরনের পিঠে তৈরি করেন। অনেক জায়গায় রয়েছে ঘুড়ি ওড়ানোর প্রথাও। সংক্রান্তিতে গঙ্গায়, সমুদ্রে বা নদীতে স্নান করে পূন্য অর্জন করেন পূণ্যার্থীরা!
advertisement
2/6
তবে, সংক্রান্তির দিন কিছু নিয়ম মেনে চলতে বলছে জ্যোতিষশাস্ত্র! শাস্ত্রমতে, এদিন ভুলেও এই কাজগুলি করবেন না, গোটা বছর অভাব পিছু ছাড়বে না, রোজগার অপ্রত্যাশিতভাবে কমে যাবে, ব্যবসায় একের পর এক ক্ষতির সম্মুখীন হবে, সংসারে অশান্তি লেগেই থাকবে!
advertisement
3/6
মকর সংক্রান্তির দিন বাড়িতে আমিষ রান্না করবেন না।
advertisement
4/6
advertisement
5/6
এদিন বাড়ির বয়স্কদের মনে দুঃখ দেবেন না। কারও সঙ্গে ঝগড়া করবেন না। বাড়িতে গরিব, দুঃখী এলে তবে খালি হাতে ফেরাবেন না।
advertisement
6/6
শাস্ত্রমতে, এদিন বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া অশুভ মনে করা হয়। যদি কেউ বাড়ির বাইরে থাকেম, এদিন বাড়িতে ফিরে আসাই শ্রেয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Makar Sankranti 2022: সংক্রান্তির দিন ভুলেও এই কাজগুলি করবেন না, গোটা বছর টাকার অভাবে ভুগতে হবে