TRENDING:

জেনে নিন মকর সংক্রান্তির পূণ্যলগ্নের সময়, এই সময়ে স্নান করলেই দূর হবে অমঙ্গল

Last Updated:
জেনে নিন এ বছর পৌষ সংক্রান্তির পূণ্যলগ্ন ঠিক কখন
advertisement
1/5
জেনে নিন মকর সংক্রান্তির পূণ্যলগ্নের সময়, এই সময়ে স্নান করলেই দূর হবে অমঙ্গল
আগামিকাল ১৪ জানুয়ারির মকর সংক্রান্তি৷ শাস্ত্র বলে পৌষমাস হল মলমাস ৷ আর এই সময় কোনও শুভ কাজ করা হয় না ৷ তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূণ্যলগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায় ৷ নেমে আসে শুভক্ষণ ৷
advertisement
2/5
পৌষ সংক্রান্তির শুভলগ্নে পঞ্চক, খরমাস আর অশুভ সময় কেটে যায় ৷ আর গৃহপ্রবেশ, বিয়ের মতো মাঙ্গলিক কাজকর্মে আর কোনও বাধা থাকে না ৷
advertisement
3/5
একই সঙ্গে পৌষ সংক্রান্তির দিন মহাস্নানের মহিমা তো প্রচুর ৷ বলা হয় মকর সংক্রান্তির দিন পূণ্য লগ্নে শাহি স্নান করলে জীবনে কোনও অমঙ্গল থাকে না ৷
advertisement
4/5
তবে যে কোনও সময় স্নান করলে কিন্তু হবে না ৷ একটি শুভ মুহূর্তে স্নান করলেই মেলে ফল ৷ জেনে নিন এ বছর পৌষ সংক্রান্তির পূণ্যলগ্ন ঠিক কখন ৷
advertisement
5/5
এই বছর মকর সংক্রান্তি পড়েছে বৃহস্পতিবার। পুণ্য কলা শুরু হচ্ছে সকাল সাড়ে ৮টা থেকে, শেষ হচ্ছে বিকেল ৫টা ৪৫মিনিটে। মহা পুণ্য কলা শুরু হচ্ছে সকাল সাড়ে ৮টায় ও শেষ হচ্ছে সকাল ১০টা ১৫ মিনিটে। মকর সংক্রান্তির পুণ্য লগ্ন হচ্ছে সকাল ৮টা ৩০ মিনিট।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
জেনে নিন মকর সংক্রান্তির পূণ্যলগ্নের সময়, এই সময়ে স্নান করলেই দূর হবে অমঙ্গল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল