বছরে সন্তোষী মায়ের মাত্র ১৬টি ব্রত বদলে দেবে জীবন, উন্নতিতে ভরে উঠবে সংসার!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
সরষের তেল এক্কেবারে মায়ের পুজোতে নিষিদ্ধ তাই ঘি দিয়েই প্রদীপ জ্বালানো হয়
advertisement
1/5

প্রধানত সন্তোষাী মা সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী বলেই মান্য করা হয়ে থাকে ৷ বছরে ১৬টি সন্তোষী মায়ের ব্রত পাঠ করলে দেবী সন্তুষ্ট হন বলেই বিশ্বাস করেন বহু মানুষ ৷
advertisement
2/5
মা সন্তোষীর পুজোতে টক বা আমিষ উপাদান এক্কেবারেই নিষিদ্ধ ৷
advertisement
3/5
রজ ও তম গুণ সম্পন্ন টক ও আমিষ জাতীয় পদার্থ সন্তোষী মায়ের পুজোতে এক্কেবারেই লাগেনা ৷ মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার দিয়েই মায়ের পুজো দেওয়া হয়ে থাকে ৷
advertisement
4/5
রজ ও তম গুণের উপরে মিষ্টিজাত দ্রব্য সত্ত্ব আকারে অধিষ্ঠিত হয় ৷ সরষের তেল এক্কেবারে মায়ের পুজোতে নিষিদ্ধ তাই ঘি দিয়েই প্রদীপ জ্বালানো হয় ৷
advertisement
5/5
কথিত আছে মা সন্তোষী সিদ্ধিদাতা গণেশের মেয়ে, তিনি সন্তুষ্ট হলেই জীবনে উন্নতি হয় ৷ তবে যিনি বিশ্বাস করেন তাঁর জন্য সমস্ত কিছু কেননা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বছরে সন্তোষী মায়ের মাত্র ১৬টি ব্রত বদলে দেবে জীবন, উন্নতিতে ভরে উঠবে সংসার!