একে পূর্ণিমা, তার ওপর চন্দ্রগ্রহণ ! ভাগ্য ফেরাতে এদিন করুন এসব কাজ
Last Updated:
advertisement
1/6

১৬ জুলাই, মানে মঙ্গলবার গুরু পূর্ণিমা ৷ তার ওপর ১৬ জুলাই-ই চন্দ্রগ্রহণ ৷ শাস্ত্রমতে এদিন আকাশে যখন ঘটবে চন্দ্রগ্রহণ, তখন তার প্রভাব পড়বে মানবজীবনের ওপরও ৷
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিন খুবই উল্লেখযোগ্য ৷ দেশি-বিদেশি জ্যোতিষদের মতে, এদিন গ্রহরা নিজের অবস্থান পরিবর্তন করবে ৷ যার কারণে, ভাগ্যফলে পরিবর্তন আসতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষেরা ৷
advertisement
3/6
মঙ্গলবার রাত ১টা বেজে ৪৮ মিনিটে পূর্ণিমা লাগবে ৷ তা চলবে রাত ৩ টে বেজে ৭ মিনিট পর্যন্ত ৷
advertisement
4/6
এ সময়ে নিজের গুরুকে অবশ্যই পুজো করুন ৷ জপ করুন গুরু মন্ত্র ৷ যেহেতু এদিন পূর্ণিমা তার ওপর গ্রহণ ৷ তাই গুরুর সামনে অবশ্যই জ্বালিয়ে রাখুন ঘিয়ের প্রদীপ ৷
advertisement
5/6
পাঠ করুন গুরু মন্ত্র ৷ প্রয়োজনে এদিন নিরামিষ আহার ভোজন করুন ৷
advertisement
6/6
একটি বড় বাটিতে জল নিয়ে চাঁদের প্রতিফলন দেখুন ৷ জ্যোতিষারা বলছেন এতে ভাগ্যোদয় হবে আপনার ৷