TRENDING:

Lunar Eclipse 2021: আজ চন্দ্রগ্রহণ, গর্ভবতী মহিলারা ভুলেও এই কাজগুলি করবে না ...

Last Updated:
জেনে নিন এই সময় গর্ভবতী মহিলাদের ঠিক কী কী করা উচিত নয়
advertisement
1/8
Lunar Eclipse 2021: আজ চন্দ্রগ্রহণ, গর্ভবতী মহিলারা ভুলেও এই কাজগুলি করবে না ...
src="http://bengalicms.pradesh18.com/wp-content/uploads/2020/01/lunareclipse-4-de-07-1502105439.jpg" alt="২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ আজ, ২৬ মে। জ্যোতির্বিদদের মতে, এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সে দিন দুপুর ২টো ১৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত।
advertisement
2/8
ভারতীয় শাস্ত্র অনুযায়ি চন্দ্রহ্রহণের সময় বিভিন্ন বিকিরণ হয় যার কুপ্রভাব থেকে মহিলা ও তাঁর শিশুকে বাঁচাতে বেশ কিছু কাজ করা উচিত আবার বেশ কিছু কাজ করা উচিত নয়৷ জেনে নিন এই সময় গর্ভবতী মহিলাদের ঠিক কী কী করা উচিত নয় ৷ Photo -Collected
advertisement
3/8
এই সময় ছুরি , কাঁচি, ছুঁচ বা ধারালো কিছু ধরবেন না ৷ তাহলে সম্ভ্যবা সন্তানের ক্ষতি হতে পারে ৷ কথিত আছে এই সময় এই জিনিস গুলি ধরলে শারীরিক কোনও খুঁত নিয়ে সন্তান জন্মাতে পারে যেমন ঠোঁট কাটা ৷
advertisement
4/8
এই সময় গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বেরোন উচিত নয় ৷ কারণ বিভিন্ন ধরণের রেডিয়েশনে ক্ষতি পারে দু‘জনেরই ৷ এই সময়ে বাতাসে দূষিত কণার পরিমাণও বেড়ে যায় ৷
advertisement
5/8
যদি চন্দ্রগ্রহণের সময় কোনও খাবার খান তাহলে তাতে খানিকটা তুলসী পাতা দিয়ে নেবেন ৷
advertisement
6/8
এই সময়ে সবচেয়ে ভাল হয় যদি সন্তানসম্ভবা মহিলারা কোনওরকম খাবার না খান ৷ কারণ এই সময়ে মহিলাদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেতে হয়৷ কিন্তু গ্রণরে সময় টুকু খাবার না খাওয়াই ভাল ৷
advertisement
7/8
তবে শাস্ত্র এত কিছু বললেও বর্তমানে বিজ্ঞান এসব কিছুই মানেনা ৷ কারণ বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন এই ধরণের গ্রহণের সময় যা বদল হয় তা অ্যাটমোসফেরিক বদল স্বাভাবিক জনজীবনকে যা সেরকমভাবে প্রভাবিত করতে পারেনা ৷
advertisement
8/8
যদিও ভারতের আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না । তবে দেখা যাবে রক্ত চন্দ্র বা সুপার ব্লাড মুন বা লাল রঙের চাঁদ (Super Blood Moon)। যখন পৃথিবীর একপ্রান্তে চন্দ্রগ্রহণ হয়, তখন অন্যপ্রান্তে উপচ্ছায়া চন্দ্রগ্রহণের ফলে এই রক্ত চন্দ্র দেখা যায় । তবে এই রক্তবর্ণা চাঁদকে দেখা যাবে মাত্র ৫ মিনিটের জন্যই ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Lunar Eclipse 2021: আজ চন্দ্রগ্রহণ, গর্ভবতী মহিলারা ভুলেও এই কাজগুলি করবে না ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল