Lottery: লটারি জেতার আসল 'অঙ্কটাই' কেউ জানে না! এবার জেনে নিন, হয়ে যান কোটিপতি!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lottery Winning Real Numbers Know The Mathematics For Win Jackpot In Lottery: কোটিপতি হওয়ার স্বপ্ন সাধারণ মধ্যবিত্তের কম-বেশি সকলের রয়েছে। সেই স্বপ্ন পূরণ করতে অনেকেই লটারি কেটে থাকেন। বে বেশিরভাগ আমরাই একপ্রকার অন্ধের মত লটারি কেটে থাকি।
advertisement
1/6

কোটিপতি হওয়ার স্বপ্ন সাধারণ মধ্যবিত্তের কম-বেশি সকলের রয়েছে। সেই স্বপ্ন পূরণ করতে অনেকেই লটারি কেটে থাকেন। বে বেশিরভাগ আমরাই একপ্রকার অন্ধের মত লটারি কেটে থাকি। যার কারণে ভাগ্যও সাথ দেয় না। লটারি কাটার অঙ্ক রয়েছে, যা না জানলে প্রাইজ পাওয়া খুব কঠিন। আর দীর্ঘ দিনের অভিজ্ঞতা সঠিক অঙ্ক মেলাতে পারলেই কেল্লাফতে।
advertisement
2/6
লটারি কেটে সাফল্য পেতে হলে কোন কোন অঙ্কগুলি মাথায় রাখতে হবে তা তুলে বিগত বেশ কিছুদিনের লটারির যে রেজাল্টগুলি আপনার কাছে রয়েছে সেগুলিকে আরো একবার ভালোভাবে যাচাই করুন। সাধারণত লটারির টিকিটে ১-৪ এবং ৫-৯ এভাবে সংখ্যা দেওয়া থাকে। দেখে নিন যে ১ থেকে ৪ নম্বর সংখ্যার টিকিট বেশি খেলা হয়েছে নাকি ৫ থেকে ৯ নম্বর সংখ্যার। যে টিকিটের খেলা বেশি হয়েছে সেই টিকিট বাদ দিয়ে অন্য টিকিটগুলি ক্রয় করুন।
advertisement
3/6
লটারি টিকিটের মধ্যে যে নম্বরের সিরিজ থাকে সেই নম্বরের সিরিজে ১ থেকে ৫ সংখ্যার সীমার টিকিট বেশি ক্রয় করুন। এতে লটারি জেতার সম্ভাবনা দ্বিগুণ হবে। একটি লটারি টিকিটে নম্বর গুলিকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম, মিডিল এবং লাস্ট। মনে করুন আপনার কাছে একটি লটারি টিকিট আছে যার নম্বর 64368.
advertisement
4/6
আগের দিন যদি প্রথম অথবা লাস্ট ডিজিটের নম্বর গুলি পুরস্কার জিতে থাকে তাহলে আজ সম্ভাবনা রয়েছে মিডিল নম্বর গুলির পুরস্কার জেতার। মিডিল নম্বর গুলি হল ৪৩। অর্থাৎ আজ যদি আপনি এই মিডিল নম্বর গুলি দেখে টিকিট ক্রয় করেন তাহলে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে কিছুটা।
advertisement
5/6
আপনি অনেক সময়ে বিপরীত নম্বর অনুসরণ করেও টিকিট ক্রয় করতে পারেন। এতে পুরস্কার জেতার সম্ভাবনা খানিকটা রয়েছে। লটারির নিয়ম অনুযায়ী ‘1 ও 6’ , ‘0 ও 5’ , ‘2 ও 7’ , ‘3 ও 8’ , ‘4 ও 9’ এরা একে অপরের বিপরীত নম্বর। মনে করুন, 5463 নম্বরের টিকিট-এর ক্ষেত্রে 5 নম্বরের বিপরীত 0 ধরে টিকিট বাছতে পারেন। তাহলে আপনার টিকিট নম্বরটি হবে 54630.
advertisement
6/6
উপরোক্ত কথা গুলি মাথায় রেখে লটারির টিকিট যত বেশি ক্রয় করবেন তত বেশি পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও বৃদ্ধি (Lottery Winning Formula) পাবে। তবে এতে কিন্তু আর্থিক ক্ষতির ও সম্ভাবনা রয়েছে। এটা মনে রাখবেন। চেষ্টা করুন যত বেশি সম্ভব তত বেশি সংখ্যায় সঠিক হতে পারে এমন টিকিট কেনার। আপনারা যদি চান তাহলে একটি নম্বর সিরিজের সমস্ত নম্বরের টিকিটগুলিকেই আপনারা ক্রয় করে নিতে পারেন। এতে আপনার পুরস্কার জেতার সম্ভাবনা বেড়ে যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Lottery: লটারি জেতার আসল 'অঙ্কটাই' কেউ জানে না! এবার জেনে নিন, হয়ে যান কোটিপতি!