TRENDING:

ভগবান বিষ্ণুর কৃপায় মধু-কৈটবের অত্যাচারের হাত থেকে সমাজ রক্ষা পেয়েছিল

Last Updated:
ভগবান যখন অনন্ত নাগের শয্যায় শুয়ে ছিলেন তখনই কান থেকে জন্ম হয়েছিল মধু ও কৈটবের
advertisement
1/7
ভগবান বিষ্ণুর কৃপায় মধু-কৈটবের অত্যাচারের হাত থেকে সমাজ রক্ষা পেয়েছিল
মধু ও কৈটবের জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর কান থেকে ৷ এই দুই রাক্ষস যখন ত্রিভুবনের সবাইকে তাঁদের অত্যচারে জালে আবদ্ধ করেছিল ৷
advertisement
2/7
ভগবান বিষ্ণু যখন অনন্ত নাগের শয্যায় শয্যাশায়ী হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ঠিক সেই সময়েই দুই রাক্ষস বা অসুর মধু ও কৈটবের জন্ম হয়েছিল ৷
advertisement
3/7
তারা জলে খেলা করে বেশ কিছুদিন কাটাল । ক্রমাগত ভাবেই মধু ও কৈটব জগতের উপরে অত্যাচার করতে থাকে ৷ সমগ্র ভাবেই বিপর্যস্ত হতে থাকে ভারসাম্য ৷
advertisement
4/7
হঠাৎ করে তাদের মনে প্রশ্ন জাগল যে, এই জলরাশি কোন বস্তুর উপর আছে? সৃষ্টি কর্তাই বা কে? কীভাবে সৃষ্টি হয়েছে? তাদের বাবা মা কে?
advertisement
5/7
এরপর ব্রহ্মার উপরে অত্যাচার করতে শুরু করেন ৷ ব্রহ্মা বিষ্ণর শরণে গেলে বিষ্ণু সেই সময়ে গভীর ঘুমে আচ্ছন্ন তাকেন তাই ব্রহ্মা আদ্যাস্তব জপ করতে থাকেন ৷
advertisement
6/7
মধু কৈটবের ধ্যানে সন্তুষ্ট হয়েছে মহামায়া বর দিয়েছিলেন ৷ রব পেয়েছিল ইচ্ছামৃত্যুর ৷ যখন মধু-কৈটবের অত্যাচার রীতিমত চলছিল ঠিক তখনই ৷ দেবী মহমায়ার আরাধনা কেন বিষ্ণু ৷
advertisement
7/7
এরপরেই পাপের ঘরা পূরণ হয়, ভগবান বিষ্ণুর হাতে বধ হয় মধু-কৈটব ৷ সেদিন থেকে ত্রিভুবন মুক্তি পেয়েছিল মধু ও কৈটবের অত্যাচার থেকে ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভগবান বিষ্ণুর কৃপায় মধু-কৈটবের অত্যাচারের হাত থেকে সমাজ রক্ষা পেয়েছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল