Liquor Bottles Limit: বাড়িতে ক' বোতল মদ রাখা যায়? না মানলে হতে পারে মোটা জরিমানা...হাজতবাস! জানুন নিয়ম
- Published by:Tias Banerjee
Last Updated:
Liquor Bottles Limit: বাড়িতে বানিয়ে ফেলেছেন মিনি বার (mini bar)? আপনার বাড়িতে কত বোতল মদ রাখা নিরাপদ? জানেন কি নিয়ম ভাঙলে জেলও হতে পারে!
advertisement
1/8

মদ্যপান এখন অনেকের জন্য যেন দৈনন্দিন অভ্যাসের মতো। কেউ কেউ আবার একে ‘স্ট্যাটাস সিম্বল’ হিসেবেও দেখেন। তবে বাড়িতে মদ সংরক্ষণের নিয়ম নিয়ে এখনও অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আর সেই ফাঁকেই বেড়ে চলেছে আইন লঙ্ঘনের সম্ভাবনা।
advertisement
2/8
কিন্তু মনে রাখা জরুরি, এক্সসাইজ দফতর (Excise Department) এই বিষয়ে বেশ কঠোর। দফতরের তরফে জানানো হয়েছে, বাড়িতে মদ রাখতে গেলে নির্দিষ্ট সীমা ও নিয়ম মানতেই হবে। তা না হলে আইনি ঝামেলায় পড়তে হতে পারে।
advertisement
3/8
🔹 এক্সসাইজ বিভাগের হুঁশিয়ারি: অনুমতি ছাড়া নয়! বিশাখাপত্তনম এক্সসাইজ বিভাগের সহকারী কমিশনার মহেশ কুমার স্পষ্ট ভাষায় বলেন— “বাড়িতে মদ রাখতে গেলে নির্দিষ্ট নিয়ম মেনেই রাখতে হবে। অনুমতি ছাড়া বেশি পরিমাণ মদ রাখা বা অবৈধভাবে মদ সঞ্চয় করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
advertisement
4/8
⚠️ মদ দোকান বা ডিফেন্স ক্যান্টিন যেখান থেকেই কিনুন না কেন, এই সীমা অতিক্রম করা যাবে না। 🔹 বিল অবশ্যই রাখতে হবে! এক্সসাইজ দফতর জানিয়েছে—বাড়িতে যদি কেউ মদ রাখেন, তার সঙ্গে অবশ্যই বিল বা ক্রয়ের প্রমাণপত্র থাকতে হবে। হঠাৎ চেকিং হলে সেই বিল দেখাতে না পারলে, আইন লঙ্ঘনের দায়ে শাস্তি হতে পারে।
advertisement
5/8
🔹 ঘরে বার তৈরি? ভাবুন আরেকবার! বাড়িতে মিনি বার তৈরি করা নিয়েও এক্সসাইজ কমিশনার বলেছেন, সাধারণভাবে এর অনুমতি নেই। বাড়ির মধ্যে বড় মদ সংরক্ষণ, বা সাজিয়ে রাখার প্রবণতা বেআইনি বলে বিবেচিত হতে পারে।
advertisement
6/8
তবে কতটুকু মদ রাখা যাবে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বাড়িতে সর্বোচ্চ ৩টি বোতল পর্যন্ত মদ রাখতে পারেন। যদি বাড়িতে একজন থাকেন → সর্বোচ্চ ৩টি বোতল যদি দুজন থাকেন → সর্বোচ্চ ৬টি বোতল অর্থাৎ, প্রতি ব্যক্তির জন্য সর্বোচ্চ ৩টি বোতল সংরক্ষণের অনুমতি আছে।
advertisement
7/8
🔍 তাহলে কী করতে হবে? ✅ শুধু নিজের ব্যবহারের জন্য সীমিত পরিমাণ মদ রাখুন ✅ প্রতিটি বোতলের ক্রয়ের রসিদ বা বিল সংরক্ষণ করুন ✅ বাড়িতে ৩টি বোতলের বেশি মদ না রাখাই বুদ্ধিমানের কাজ ❌ কোনওভাবেই অনুমতি ছাড়া হোম বার বা অতিরিক্ত স্টোর রাখবেন না।
advertisement
8/8
🛑 আইনি ঝুঁকি এড়াতে সাবধান হোন! এই নিয়ম ভেঙে বাড়িতে অতিরিক্ত মদ রাখা বা তার বিনা অনুমতিতে সংরক্ষণ করলে আবগারি আইনে শাস্তি হতে পারে—যার মধ্যে রয়েছে মোটা অঙ্কের জরিমানা, এমনকি জেলও।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Liquor Bottles Limit: বাড়িতে ক' বোতল মদ রাখা যায়? না মানলে হতে পারে মোটা জরিমানা...হাজতবাস! জানুন নিয়ম