TRENDING:

Life After Death:মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের ঠিক কী অভিজ্ঞতা হয়? চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়

Last Updated:
সম্প্রতি একদল গবেষক সামনে এনেছে চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর সঙ্গে সঙ্গে একজন মানুষের ঠিক কী অভিজ্ঞতা হয়? প্রকাশ্যে এল সেই তথ্যই
advertisement
1/6
মৃত্যুর সঙ্গে সঙ্গে একজন মানুষের ঠিক কী অভিজ্ঞতা হয়? চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়
জীবনের সবথেকে অনিবার্য দুই ঘটনা... জন্ম ও মৃত্যু! মৃতু নিয়ে মানুষের মনে কৌতূহল অসীম! মৃত্যুর অভিজ্ঞতা কেমন? মৃতুর পরই বা কি হয়? সঠিক উত্তর ছিল ধোঁয়াশায়! তবে সম্প্রতি একদল গবেষক সামনে এনেছে চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর সঙ্গে সঙ্গে একজন মানুষের ঠিক কী অভিজ্ঞতা হয়? প্রকাশ্যে এল সেই তথ্যই
advertisement
2/6
গবেষণায় বিজ্ঞানীরা এমন একদল মানুষের উপর সমীক্ষা চালান, যাঁরা খুব অল্প সময়ের জন্য মৃত্যুর অভিজ্ঞতা উপলব্ধি করেছেন। সমীক্ষায় একজন বলেন, জীবনের অন্তিম মুহূর্তে তাঁর চোখের সামনে সব কিছু বর্ণহীন এবং কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে চোখের সামনে নেমে আসে ঘন কালো অন্ধকার। এই উপলব্ধি মাত্র কয়েক সেকেন্ডের। এর পরই চিকিত্সকদের কথা শুনে তিনি বুঝতে পারেন, মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছেন।
advertisement
3/6
সমীক্ষায় এক মহিলা জানান, মৃত্যুর কোলে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত হাল্কা বোধ করতে শুরু করেন। অদ্ভুত এক সনন্দে মন ভরে ওঠে। আমেরিকার এক প্রৌঢ় জানিয়েছেন, মৃত্যুর পর এক আলোকিত ও দিগন্ত বিস্তৃত দেওয়ালের সামনে দাঁড়িয়েছিলেন তিনি
advertisement
4/6
সমীক্ষায় এক মহিলা জানান, মৃত্যুর কোলে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত হাল্কা বোধ করতে শুরু করেন। অদ্ভুত এক সনন্দে মন ভরে ওঠে। আমেরিকার এক প্রৌঢ় জানিয়েছেন, মৃত্যুর পর এক আলোকিত ও দিগন্ত বিস্তৃত দেওয়ালের সামনে দাঁড়িয়েছিলেন তিনি
advertisement
5/6
একজন জানান, মৃত্যুর ঠিক পরে দম-বন্ধ-করা এক গুদামের ভিতর নিজেকে আবিষ্কার করেন তিনি।
advertisement
6/6
আরেকজন জানান, কলেজে পড়ার সময় অতিরিক্ত মাদক সেবনের ফলে প্রায় তিন মিনিট তাঁর দেহে প্রাণের সাড়া মেলেনি। সেই সময় অ্যাম্বুল্যান্সে হাসপাতালে যাওয়ার পথে, তিনি নিজেকে স্ট্রেচারের উপর শুয়ে থাকতে দেখেছিলেন। তাঁর দাবি, শুধু নিজের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু নিরীক্ষণের অভিজ্ঞতা হয়েছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Life After Death:মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের ঠিক কী অভিজ্ঞতা হয়? চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল