TRENDING:

প্রেম ছিল, বিয়ে হয়নি! ক্রিকেটারকে ভালবেসেছিলেন লতা মঙ্গেশকর! বন্ধুত্ব ছিল আজীবন

Last Updated:
Lata Mangeshkar Love Story: লতা মঙ্গেশকরের- রাজ সিং দুঙ্গারপুরের প্রেম নিয়ে অনেক কথা শোনা যায়। ভারতের প্রাক্তন ক্রিকেটার রাজ সিং দুঙ্গারপুর রাজস্থানের রাজপরিবারের সদস্য ছিলেন।
advertisement
1/7
প্রেম ছিল, বিয়ে হয়নি! ক্রিকেটারকে ভালবেসেছিলেন লতা মঙ্গেশকর! বন্ধুত্ব ছিল আজীবন
সদা বিনয়ী, লাজুক, স্বল্পভাষী তিনি। আজীবন মানুষের ভালবাসা কুড়িয়েছেন। তবে নিজের জীবনের রহস্যের পর্দা কখনও তোলেননি প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর। তাঁর ব্যক্তিগত জীবনও ছিল আলো-আধারে ঘেরা।
advertisement
2/7
বলিউড পাড়ায় একটা সময় গুঞ্জন ছিল, জনপ্রিয় কবি ও সংগীতকার ভূপেন হাজারিকার সঙ্গে নাকি তাঁর ‘রোম্যান্টিক’ সম্পর্ক ছিল। এমন অভিযোগ ছিল খোদ হাজারিকার স্ত্রী প্রিয়ংবদা প্যাটেল হাজারিকার। আবার এটাও শোনা যায়, এক ক্রিকেটারের সঙ্গে প্রেমের কারণেই নাকি আজীবন অবিবাহিত থেকেছেন লতা!
advertisement
3/7
লতা মঙ্গেশকরের অসমাপ্ত প্রেমের গল্প অনেকের অজানা। সেই গল্পের নায়ক ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রয়াত সভাপতি রাজ সিং দুঙ্গাপুর। পরিবারের আপত্তি থাকায় সেই প্রেমেও পূর্ণতা পায়নি। শেষ পর্যন্ত দু'জনে প্রতিজ্ঞা মেনে অবিবাহিত থেকেছেন আজীবন।
advertisement
4/7
কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের বিয়ে না করার সিদ্ধান্তের আরেকটি কারণ জানা যায়। এমনও শোনা যায়, তিনি ভাই-বোন, মীনা, আশা, ঊষা এবং হৃদয়নাথের প্রতি খুবই স্নেহপ্রবণ ছিলেন। তাঁদের শিক্ষা থেকে শুরু করে নিজ নিজ কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে সহায়তা করতে লতা প্রতিশ্রুতি নিয়েছিলেন। তবে কোনটা সত্যি, তা এখনও রহস্যই থেকে গিয়েছে।
advertisement
5/7
লতা মঙ্গেশকরের- রাজ সিং দুঙ্গারপুরের প্রেম নিয়ে অনেক কথা শোনা যায়। ভারতের প্রাক্তন ক্রিকেটার রাজ সিং দুঙ্গারপুর রাজস্থানের রাজপরিবারের সদস্য ছিলেন। দুঙ্গারপুরের তৎকালীন শাসক প্রয়াত মহারাওয়াল লক্ষ্মণ সিংজির কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। লতা মঙ্গেশকরকে সেই রাজপরিবার বধূ হিসেবে মেনে নিতে চাননি বলেও শোনা যায়।
advertisement
6/7
জানা যায়, হৃদয়নাথ মঙ্গেশকর এবং রাজ সিং দুঙ্গারপুর ভাল বন্ধু ছিলেন। বন্ধুদের বেশিরভাগ সময় আড্ডা হত হৃদয়নাথের বাড়িতে। তখনই রাজ সিং বন্ধুর বড় বোন লতা মঙ্গেশকরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। রাজ সিং এবং লতার কয়েকবার দেখা হয়। তার পর একে অপরের প্রেমে পড়েন তাঁরা।
advertisement
7/7
জানা যায়, লতার সঙ্গে ছেলের বিয়ে দিতে চাননি মহারাওয়াল লক্ষ্মণ সিংজি। কারণ ছিল লতা কোনও রাজপরিবারের সদস্য ছিলেন না। পরে বাবার প্রতি অপরিসীম ভালবাসা এবং শ্রদ্ধার কারণে সেই সিদ্ধান্ত মেনে নেন রাজ সিং। তবে তিনি পুরো জীবনে কাউকে বিয়ে না করার প্রতিজ্ঞা করেন। সেই কথা বাবা-মাকেও জানিয়েছিলেন। লতা মঙ্গেশকরও একই প্রতিজ্ঞা করেছিলেন বলে শোনা যায়। তবে দু'জনেই আজীবন বন্ধু ছিলেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
প্রেম ছিল, বিয়ে হয়নি! ক্রিকেটারকে ভালবেসেছিলেন লতা মঙ্গেশকর! বন্ধুত্ব ছিল আজীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল