বিশ্বের সবচেয়ে বেশি জমির মালিক কে ? দেখুন তো চেনেন নাকি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
গ্রামীণ কৃষিজমি থেকে শুরু করে বনভূমি, শহুরে এলাকার জমি, পশ মার্কেট কমপ্লেক্স সমস্ত মিলিয়ে তাদের জমির পরিমাণ পৃথিবীর মোট জমির ১৬ শতাংশ। এমনকী সমুদ্র উপকূলেও এদের নিজস্ব জমি রয়েছে। বিশ্বজুড়ে রাজপরিবারের জমি ও সম্পত্তি দেখাশোনার জন্য একটি আলাদা কোম্পানিও রয়েছে।
advertisement
1/9

বহু প্রাচীনকালে মানুষ যখন থেকে নদীর তীরে বসবাস শুরু করে এবং কৃষিকাজ শুরু করে, তখন থেকেই জমির ওপর মানুষের অধিকার শুরু হয়। প্রত্যেকেই মৃত্যুর আগে অন্তত এক টুকরো জমি নিজের অধিকারে আনতে চান। কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন না যে পৃথিবীতে সবচেয়ে বেশি জমির মালিক কে?
advertisement
2/9
বিশ্বের সবচেয়ে বেশি জমির মালিক ইংল্যান্ডের রাজপরিবার। গ্রামীণ কৃষিজমি থেকে শুরু করে বনভূমি, শহুরে এলাকার জমি, পশ মার্কেট কমপ্লেক্স সমস্ত মিলিয়ে তাদের জমির পরিমাণ পৃথিবীর মোট জমির ১৬ শতাংশ। এমনকী সমুদ্র উপকূলেও এদের নিজস্ব জমি রয়েছে। বিশ্বজুড়ে রাজপরিবারের জমি ও সম্পত্তি দেখাশোনার জন্য একটি আলাদা কোম্পানিও রয়েছে।আরও সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে, ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের নামেই এই জমি রয়েছে।
advertisement
3/9
চার্লসের মা, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজমুকুট গিয়েছে তৃতীয় চার্লসের মাথায়। তিনিই এই সম্পত্তির মালিক, তবে একা নন। যতদিন তিনি রাজা থাকবেন ততদিন এই সমস্ত সম্পত্তি তাঁর সম্পত্তি বলে বিবেচিত হবে।
advertisement
4/9
জানা গিয়েছে, প্রিন্স চার্লস বিশ্বজুড়ে ৬.৬ বিলিয়ন একর জমি এবং সম্পত্তির মালিক। এই জমিগুলি গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্য অনেক দেশে অবস্থিত। বিশ্বের ১৬.৫ শতাংশ সম্পদের মালিক ব্রিটেনের বর্তমান রাজা।
advertisement
5/9
ক্রাউন এস্টেট নামে একটি সংস্থা এই সম্পূর্ণ সম্পত্তির দেখাশোনা করে এবং রক্ষণাবেক্ষণ করে। ব্রিটিশ রাজপরিবার সরাসরি ২৫০,০০০ একর জমি পরিচালনা করে। অবশিষ্ট ১১৫,০০০ একর কৃষি ও বনভূমি। ক্রাউন এস্টেট বিভিন্ন শপিং সেন্টার পরিচালনা করে।
advertisement
6/9
ডাচেস অফ ল্যাঙ্কাস্টার, যা মধ্য লন্ডন-সহ ১৮,০০০ হেক্টর জমি জুড়ে রয়েছে। এটির মূল্য ৬৫৪ মিলিয়ন পাউন্ড। রাজা তৃতীয় চার্লস যখন ২০২২ সালের সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণ করেন, তখন তাঁর নিয়ন্ত্রণে আসে ৪৬ বিলিয়ন ডলারের সাম্রাজ্য। এর বেশিরভাগই রিয়েল এস্টেটের অন্তর্ভুক্ত।
advertisement
7/9
২০২২ সালে, ওই সম্পত্তিটি ৪৯০.৮ মিলিয়ন ডলারের মুনাফা অর্জন করেছে, যার মোট লাভ ৩১২ পাউন্ড। ব্রিটিশ রাজতন্ত্রের বিশ্বব্যাপী সম্পদের পরিমাণ অনুমান করা হয়েছে ১৫.৬ বিলিয়ন ডলার বা ১,২২,৭৬৯ কোটি টাকা। ক্রাউন এস্টেট হল ইউনাইটেড কিংডমের অবস্থিত ব্রিটিশ রাজার মালিকানাধীন জমি এবং সম্পত্তি।
advertisement
8/9
এটি ব্রিটেনের রাজার সর্বজনীন সম্পত্তি অর্থাৎ রাজপরিবারের সম্পত্তি। ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ক্রাউন এস্টেট অফিসাররা রাজপরিবারের বাকি সম্পত্তির পরিচালনা করেন।
advertisement
9/9
তালিকায় এরপরই রয়েছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ। তিনি ব্যক্তিগত ভাবে ৮,৩০,০০০ বর্গমাইলেরও জমির অধিকারী। তেলের কারবারি সৌদি রাজপরিবার বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী পরিবারের মধ্যে অন্যতম।