Kolkata Snow Park: এত গরমে একটু বরফের আরাম চান? কলকাতাতেই তো আছে স্নো পার্ক, সামান্য খরচে বরফের দুনিয়ায় ঘুরে আসুন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata Snow Park: কলকাতায় বরফ দেখতে যেতেই পারেন কলকাতার পাশেই নিউটাউনের Axis Mall-এর ষষ্ঠতলার স্নো পার্কে।
advertisement
1/7

প্রবল গরমে হাঁসফাঁস করছেন? কলকাতা হোক বা জেলায়, বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই নেই কারও। এই পরিস্থিতিতে অনেকেই ছুটে যাচ্ছেন পাহাড়ে ছুটি কাটাতে, কেউ বা যাচ্ছেন সমুদ্রে। কিন্তু জানেন কি, কলকাতাতে থেকেও আপনি পেতে পারেন বরফ পড়ার সুখ!
advertisement
2/7
একদমই ঠিক। কলকাতায় বরফ দেখতে যেতেই পারেন কলকাতার পাশেই নিউটাউনের Axis Mall-এর ষষ্ঠতলার স্নো পার্কে। এখানে যাওয়ার জন্য মেট্রোতে করে আসতে পারেন সেক্টর ফাইভ। সেখান থেকে অটো বা বাসে পৌঁছতে পারেন অ্যাক্সিস মল।
advertisement
3/7
এছাড়া নিউটাউন গামী যে কোনও বাসে করে চলে আসতে পারেন বিশ্ব বাংলা গেট এবং সেখান থেকে অটো বা বাসে পৌঁছতে পারেন Axis Mall।
advertisement
4/7
এই স্নো পার্কে রয়েছে প্রচুর স্নো অ্যাক্টিভিটি। ভেতরে তাপমাত্রা - 6°C। একটি রাইডও আছে, যেটা আপনারা যতবার ইচ্ছে চড়তে পারেন। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু - ৫০০/- টাকা। এই ৫০০ টাকায় প্রবেশ করে পার্কে ১ ঘন্টা থাকতে পারবেন। তার জন্য কোনও অতিরিক্ত টাকা লাগবে না।
advertisement
5/7
স্নো পার্কের ভিতরে রয়েছে দারুণ মিউজিকের ব্যবস্থা ও আর্টিফিশিয়াল স্নো-ফলও দেখতে পাবেন। কলকাতায় একদিনের জন্য গরম থেকে রেহাই পেতে ভীষণ ভালো লাগবে এই স্নো পার্ক'টি। তবে, ৩ বছরের নীচে শিশুদের জন্য এখানে প্রবেশাধিকার নেই।
advertisement
6/7
এই স্নো পার্ক'টি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ করার পর লকার পেয়ে যাবেন। প্রতি লকার নিতে খরচ পড়বে ১০০ টাকা। তবে, লকারের চাবি ফেরত দিলে ওই ১০০ টাকা ফেরত পেয়ে যাবেন।
advertisement
7/7
এখানে ভেতরে প্রবেশ করার আগে হ্যান্ড গ্লাভস, জ্যাকেট ও জুতো পেয়ে যাবেন। বেরিয়ে আসার সময় সেগুলি ফেরত দিয়ে যেতে হবে। এছাড়া যদি মোজা বাড়ি থেকে না নিয়ে আসেন তাহলে এখানে ৩০ টাকা মূল্যে কিনে নিতে পারবেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Kolkata Snow Park: এত গরমে একটু বরফের আরাম চান? কলকাতাতেই তো আছে স্নো পার্ক, সামান্য খরচে বরফের দুনিয়ায় ঘুরে আসুন