TRENDING:

Knowledge Story: ডাক্তার ও নার্সরা কেন সাদা রঙের পোশাকই পরেন? উত্তর জানলে চমকে যাবেন

Last Updated:
Knowledge Story: সাদা ছাড়া অন্য পোশাক না পরার পিছনে রয়েছে বিরাট কারণ! ডাক্তার ও নার্সদের এই সাদা পোশাকেও আছে রহস্য! জানুন
advertisement
1/6
ডাক্তার ও নার্সরা কেন সাদা রঙের পোশাকই পরেন? উত্তর জানলে চমকে যাবেন
খেয়াল করে দেখবেন ডাক্তার এবং নার্সদের সব সময় সাদা কোট বা পোশাক পরতে দেখা যায়! কিন্তু এর পিছনে কারণ কী? মনে প্রশ্ন আসতেই পারে কেন সাদা? অন্য কোনও রঙের পোশাক কেন পরেন না তাঁরা? জানুন কারণ photo source collected
advertisement
2/6
মানুষ অসুস্থ হলে তবেই হাসপাতালে যান! পৃথিবীর অনেক পেশাতেই নির্দিষ্ট ড্রেস কোড আছে। যেমন আইনজীবীরা কালো পোশাক পরেন। ডাক্তাররা সাদা পোশাক পরেন! তবে এটি ডাক্তারদের ড্রেস কোড নয়! এই সাদা পোশাকের পিছনে রয়েছে অন্য কারণ! photo source collected
advertisement
3/6
চিকিৎসক কিংবা নার্সদের সাদা পোশাক পরে থাকলে যাতে রোগীরা বা অন্যান্য ব্যক্তিরা সহজেই তাদের চিনতে পারে। সেই কারণেই এই পোশাক! এছাড়াও সাদা রঙকে শান্তি, বিশুদ্ধতা এবং সততার প্রতীক হিসেবে বিবেচিত হয়! তাই ডাক্তার বা নার্সরাও মানুষের সেবার কাজে নিযুক্ত। তাই তাদের পোশাকের রঙ সাদা! আরও কারণ আছে। photo source collected
advertisement
4/6
হাসপাতাল মানেই রোগী ও তার চারিদিকে সংক্রমণ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই সংক্রমণ থেকে নিজেদের এড়ানোর জন্য ডাক্তারেরা সাদা কোট ব্যবহার করেন। এ ছাড়াও শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাদা সহায়তা করে।photo source collected
advertisement
5/6
এছাড়াও পোশাকের কোন স্থান নোংরা হলে তা সহজেই বোঝা যায় ও সংক্রমণ হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায়। সাদাতে ধরা পড়ে তাড়াতাড়ি! photo source collected
advertisement
6/6
সাদা রং ঈশ্বরের প্রতীক। তাই পৃথিবীতে ডাক্তারদের ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। চিকিৎসকরা হলেন একমাত্র ব্যক্তি যারা কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন ও তাদের নতুন জীবন দান করেন। তাই এই সাদা রঙের পোশাক তাদের মানায় বেশি!photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: ডাক্তার ও নার্সরা কেন সাদা রঙের পোশাকই পরেন? উত্তর জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল