বিষাক্ত সাপের বিষ মুহূর্তে নামিয়ে দিতে পারে 'এই' গাছ...! চমকে যাবেন নাম শুনলে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: এই প্রতিবেদনে এমন কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হল যা আপনাকে আরও ঋদ্ধ করে আগামী দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করতে সাহায্য করবে নিশ্চিত।
advertisement
1/10

সাধারণ জ্ঞান মানুষকে জীবন ও পেশাগত দিক থেকে উন্নত করে তোলে। এই জ্ঞান ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য, কারেন্ট আফেয়ার্স এবং আরও নানা বিষয়ের হয়ে থাকে। যা আপনাকে আশেপাশের দেশ দুনিয়া সম্পর্কে আরও জ্ঞানী করে তোলে। আপনি ক্রমশ এই চর্চার মধ্যে দিয়ে জিনিয়াস হয়ে ওঠেন।
advertisement
2/10
সাধারণ জ্ঞান হল বিভিন্ন বিষয় এবং তথ্যের বিস্তৃত উপলব্ধি এবং সচেতনতা যা কোনও নির্দিষ্ট ক্ষেত্রের জন্য নির্দিষ্ট নয়। সাধারণ জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যক্তিকে বিশ্ব জগৎ সম্পর্কে আরও বুদ্ধিদিপ্ত হয়ে উঠতে, সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
advertisement
3/10
এই প্রতিবেদনে এমন কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হল যা আপনাকে আরও ঋদ্ধ করে আগামী দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করতে সাহায্য করবে নিশ্চিত।
advertisement
4/10
প্রশ্ন ১ - কেন রেলপথে পাথর রাখা হয়? উত্তর ১ - ট্র্যাকটিকে তার জায়গায় স্থিতিশীল রাখতে পাথরগুলি কার্যকরী ভূমিকা নেয়। পাথরগুলি গ্রীষ্ম, শীত এবং বর্ষায় ট্র্যাকটিকে সঙ্কুচিত এবং প্রসারিত করা থেকে রোধ করতেও কাজ করে।
advertisement
5/10
প্রশ্ন ২ - কি জিনিস যা উত্তপ্ত হলে শক্ত হয়? উত্তর ২ - ডিম গরম হলে শক্ত হয়ে যায়।
advertisement
6/10
প্রশ্ন ৩ - কোন প্রাণী জন্মের পর ২ মাস ঘুমায়? উত্তর ৩ - একটি ভালুক জন্মের পর ২ মাস ঘুমায়।
advertisement
7/10
প্রশ্ন ৪ - কোন দেশে দুই রাষ্ট্রপতি আছেন? উত্তর ৪ - সান মারিনোতে দু'জন রাষ্ট্রপতি আছেন।
advertisement
8/10
প্রশ্ন ৫ - কোন উদ্ভিদ সাপের বিষ দূর করে? উত্তর ৫ - কাঁটোলা উদ্ভিদ সাপের বিষ দূর করে।
advertisement
9/10
প্রশ্ন ৬ – জাতীয় পতাকা গ্রহণকারী প্রথম দেশ কোনটি? উত্তর ৬ - জাতীয় পতাকা গ্রহণকারী প্রথম দেশ হল ডেনমার্ক।
advertisement
10/10
প্রশ্ন ৭ - এশিয়ার ড্রাগন কাকে বলা হয়? উত্তর ৭ - চীনকে বলা হয় এশিয়ার ড্রাগন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিষাক্ত সাপের বিষ মুহূর্তে নামিয়ে দিতে পারে 'এই' গাছ...! চমকে যাবেন নাম শুনলে